প্রেমদিবসে হায়দ্রাবাদে তান্ডব চলল বজরং দলের

প্রেম দিবসে আবারও বজরং দলের গুন্ডামির সাক্ষী হল দেশ। প্রতি বছর এই দিনটিতে দেশের বিভিন্ন পার্ক ও রেস্তোরাঁতে যুগলদের নানা ভাবে হেনস্তা করে বজরং দল।
এবছর ও তার ব্যতিক্রম হল না। অনেক গুলি ঘটনার মধ্যে একটি ঘটেছে হায়দ্রাবাদের কোন্ডাপুর এলাকায়। সেখানে একটি আই টি হাবে আক্রমন চালায় তারা।

প্রেম দিবসের দিন আইটি হাবের রেস্তোরাঁয় ভাঙচুর চালিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে ওই দল। টুইটারে সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠে সারা ভারতজুড়ে । ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গেরুয়া কাপড় গলায় দিয়ে একদল বন্দ কারো, বন্দ কারো, ভ্যালেন্টাইনস ডে বন্দ কারো বলে হট্টগোল করছে। রেস্তোরাঁর ভিতরে ডেকোরেশন নষ্ট করে দেয় তারা। সেখানকার সিলিংয়ে আটকানো লাল বেলুন খুলে ফেলে ফাটিয়ে দেয় তারা। দলের একজনকে আবার টেবিলে রাখা প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলতে দেখা গেছে ভিডিওতে।

ছাই রঙা শার্ট গায়ে দেওয়া একজন যুবককে বজরং বাহিনী প্রথমেই রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলেন। ঐ যুবক ছিলেন ঐ রেস্তোরাঁর কর্মী। তারা চলে গেলেও, সাজানো রেস্তোরাঁ লন্ডভন্ড করে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা।

প্রসঙ্গত উত্তর ভারতের উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে পার্ক ও অন্যান্য জায়গায় যুবক-যুবতী যুগল বজরং দলের সদস্যদের নিগ্রহের শিকার হয়। পাশাপাশি  হায়দরাবাদের একটি মলে গিয়েও তাণ্ডব চালায় গেরুয়া বাহিনী। সেখানকার ভিডিয়োতেও দেখা যাচ্ছে, ওই একই দল মলে গিয়ে হামলা চালায়। হায়দ্রাবাদের পুলিশ জানিয়েছে তারা ব্যাপারটি তদন্ত করে  ব্যবস্থা  নেবে।

সম্পর্কিত খবর