ক্রিকেটে ফের বল বিকৃতি! এবার বল বিকৃতি কাণ্ডে নাম জড়ালো পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদের।

ফের বল বিকৃতি কান্ড ক্রিকেটে। এবার বল বিকৃতি কান্ড ঘটল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। বল বিকৃতি করেছে পাকিস্তানী ওপেনার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। আর বল বিকৃতি কাণ্ডে ধরা পড়ার ফলে তাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের কায়েদ ই আজম ট্রফির ম্যাচ ছিল, সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল সিন্ধ এবং সেন্ট্রাল পাঞ্জাব। সেই ম্যাচ চলাকালীন এমন ঘটনা ঘটায় আহমেদ শেহজাদ। এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বল বিকৃতি করার অপরাধে আহমেদ শেহজাদকে জরিমানা করা হয়েছে। তার ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

সিন্ধ যখন ব্যাটিং করছিল তাদের 17 তম ওভারে ফিল্ড আম্পায়াররা রুটিন বল টি পরীক্ষা করার জন্য নেয়। তখন ফিল্ড আম্পায়ারদের চোখে পড়ে যে বলটিতে খেলা হচ্ছিল সেই বলের চেহারা বদলে গিয়েছে এবং সেটা অন্যায় ভাবে করা হয়েছে ফিল্ডিং সাইটের কোনো খেলোয়াড়। ফিল্ড আম্পায়াররা পুরো ব্যাপারটা ম্যাচ রেফারি কে জানায়।

প্রাথমিক ভাবে রিভিউ করার পর কোন প্লেয়ার বল বিকৃতি করছে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি ম্যাচে রেফারি। তারফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়ম অনুসারে দোষী সাব্যস্ত করা হয়েছে দলের অধিনায়ক আহমেদ শেহজাদকে। যদিও বিকৃতির কথা পুরোপুরি ভাবে অস্বীকার করেছেন আহমেদ শেহজাদ। তিনি বলেছেন পিচের অবস্থা অত্যন্ত রুগ্ন ছিল আর তার ফলেই বলের আকৃতি বদল হয়েছে। এর পিছনে কোন খেলোয়াড়ের হাতে নেই। এছাড়া ওই শেহজাদকে ডোপিং নীতি লঙ্ঘন করার জন্য গত বছর জুলাই মাসে চার মাসের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর