২ সপ্তাহের জন্য আংশিক বন্ধ ব্যাণ্ডেল জংশন, বাতিল অজস্র লোকাল ট্রেন ও ১২টি এক্সপ্রেস

বাংলাহান্ট ডেস্ক : হাওড়া এবং বর্ধমান শাখায় বেশ কিছুদিনের জন্য বন্ধ হতে চলেছে ট্রেন চলাচল। ট্রেন চলাচলে সমস্যা হবে মগরা থেকে ব্যান্ডেল অবধি। আগামী ১৩ মে থেকে ২৬ মে অবধি দুই সপ্তাহ বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। রুট রিলে ইন্টারলকিং কেবিন স্থানান্তর এবং থার্ড লাইন সম্প্রসারণের জন্যই এই বিভ্রাট বলেই খবর রেল সূত্রে। পাশাপাশি ২৭ মে থেকে ২৯ মে সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যাণ্ডেল জংশন।

মগরা থেকে ব্যাণ্ডেল অবধি তৃতীয় লাইন তৈরির কাজ চলছে। সেই কারনে আগামী ১৩ মে থেকে ২৬ মে কোনও কোনও দিন বেলা ১১ টা থেকে দুপুর ২ টো অবধি আবার কোনও কোনও দিন ১১টা থেকে ৩টে অবধি বন্ধ থাকবে ব্যাণ্ডেল জংশন দিয়ে ট্রেন চলাচল। এই সমস্যার জেরেই বাতিল করা হয়েছে ৬৮টি লোকাল ট্রেন এবং ১২টি এক্সপ্রেস ট্রেন। বদল করা হচ্ছে ট্রেনের রুটেও। ফলে দুই সপ্তাহ আংশিক এবং ৩ দিন ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় কার্যতই মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হবে স্কুলপড়ুয়া থেকে নিত্যযাত্রী সকলকেই।

প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ যাতায়াত করেন ব্যাণ্ডেল স্টেশন দিয়ে। নৈহাটি, বর্ধমান এবং কাটোয়া তিনটি লাইনই এসে যুক্ত হয় ব্যাণ্ডেল জংশনে। ব্যাণ্ডেল স্টেশনের রুট রিলে কেবিনটি আধুনিকিকরণ করে স্থানান্তরিত করার কাজের ফলেই এই প্রবল অসুবিধার মুখে পড়তে চলেছেন বিপুল পরিমাণ মানুষ।

রেল সূত্রে খবর, হাওড়া যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন চালানো হবে চুঁচুড়া স্টেশন থেকে। বর্ধমানের জন্য ট্রেনগুলি ছাড়বে মগরা স্টেশন থেকে। কাটোয়া যাওয়ার ট্রেন চলবে ত্রিবেণী স্টেশন থেকে। ব্যাণ্ডেল জংশনের সঙ্গে সিগনাল কানেক্ট থাকার কারণে বন্ধ থাকছে হুগলী, সপ্তগ্রাম, বাঁশবেড়িয়া স্টেশনগুলিও। ৩০ মে থেকে আবার নতুন করে শুরু হবে ট্রেন চলাচল।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর