পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও! সহজেই করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক: ব্যাঙ্কিং সেক্টরে (Banking Jobs) কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সুখবর। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে তারা। এই কাজের ন্যূনতম যোগ্যতা থেকে শুরু করে অন্যান্য তথ্য জানানো হয়েছে সেখানে। রাজ্যের যে কোনও জেলার বাসিন্দারাই এই পদগুলিতে আবেদন করতে পারেন। প্রতি ৩ মাস অন্তর এই ব্যাঙ্কে এ ভাবে কর্মী নিয়োগ (West Bengal Bandhan Bank DSA Recruitment 2023) হয় বলে জানানো হয়েছে। 

   

ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, রাজ্যের ২৩টি জেলার বাসিন্দারাই এই শূন্য পদগুলিতে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে গেলে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। গোটা রাজ্যের বন্ধন ব্যাঙ্কের ইউনিটে মূলত দু’টি পদে প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ হতে চলেছে। মূলত অফিস এক্সিকিউটিভ ও ব্যাক অফিস এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে চলেছে বন্ধন ব্যাঙ্ক। 

bandhan bank

বন্ধন ব্যাঙ্ক জানিয়েছে, রিলেশনশিপ ম্যানেজার, সেলস ম্যানেজার, ব্রাঞ্চ অপারেশনস হেড, বিজনেস ডেভেলপমেন্ট, সাপোর্ট অ্যান্ড এমআইএস, কাস্টমার সার্ভিস অফিসার, ক্যাশ ডিপার্টমেন্ট এবং কেওয়াইসি ভেরিফিকেশনের পদে কর্মী নিয়োগ হচ্ছে। এই পদগুলির জন্য আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। 

কর্মীদের স্বাস্থ্য বীমা, জীবন বীমা, সেলফ ফোনের রিচার্জ খরচ, বার্ষিক বোনাস ইত্যাদি দেবে ব্যাঙ্ক। এখানে ১৮ থেকে ৩০ বছর বয়সি চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। এই পদে চাকরিরত কর্মীরা সমস্ত রকম সরকারি ছুটি পাবেন। এছাড়াও প্রতি মাসে চারটি রবিবার ছুটি থাকবে। পাশাপাশি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকবে। 

bandhan bank

এই পদে আবেদন করতে হলে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করতে হবে। তারপর সেটি বন্ধন ব্যাঙ্কের হায়ারিং রিক্রুটারের কাছে পাঠাতে হবে। এর জন্য hr.bankinghub@gmail.com ইমেল আইডি-র মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিস্তারিত জানতে 9679813246 এবং 7044571663 এই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপও করতে পারেন। তাহলেই চাকরিপ্রার্থীদের আবেদন গৃহীত হবে। 

পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট জমা দিতে হবে। এছাড়াও প্রার্থী যদি গ্রাজুয়েট হন, তাহলে গ্রাজুয়েশনের মার্কশিটও জমা দিতে হবে। একইসঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড জমা দিতে হবে। পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রার্থীর নিজস্ব বায়োডেটা জমা দিতে হবে। প্রত্যেকটি নথিরই ফোটোকপি জমা দিতে হবে প্রার্থীদের।

ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে। তাই প্রার্থীদের নির্দিষ্ট সময়ের কিছুটা আগে পৌঁছে যেতে বলা হয়েছে। সব নথিপত্র সমেত ফরম্যাল পোশাক পরে যেতে বলা হয়েছে। কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানার জন্য ওই ফোন নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর