টাইমলাইনবিনোদন

উড়ন্ত-ছুটন্তর পর এবার ঘুমন্ত বিয়ে, ‘বাংলা মিডিয়াম’এ মাতাল বউ দেখে ট্রোলের ঝড় নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল (Serial) আর বিয়ে, একে অপরের পরিপূরক। সিরিয়াল যেমনি গল্প নিয়ে শুরু হোক না ঘুরেফিরে বিয়ের প্রসঙ্গ আসবেই। আর সিরিয়ালের বিয়ে যে কখনোই সহজ সরল ভাবে হবে না তা তো বলাই বাহুল্য। মালা উড়ে গলায় পরবে, সিঁদুর উড়ে সিঁথিতে পড়বে, এমন দৃশ্যের সাক্ষী বহুবার হয়েছেন দর্শকরা।

crockex

খুব কম সিরিয়ালই আছে যা কখনো ট্রোলের মুখে পড়েনি। স্টার জলসার নতুন শুরু হওয়া সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ও (Bangla Medium) ছাড় পেল না ট্রোলের হাত থেকে। আর ট্রোলের কারণও সেই বিয়ে। না, এবারে কোনো মালাও ওড়েনি, সিঁদুরও ওড়েনি। কারণ খোদ কনেই মদের নেশায় ছিলেন বেহুঁশ।

bangla medium serial

সোশ্যাল মিডিয়ায় বাংলা মিডিয়াম সিরিয়ালের একটি দৃশ্য ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, ইন্দিরা অর্থাৎ নায়িকাকে পানীয়ে মাদক মিশিয়ে অজ্ঞান করে বিয়ের পিঁড়িতে বসানো হচ্ছে। আর পুরোটাই নায়কের ঠাম্মির পরিকল্পনা। শাড়ির এক গলা ঘোমটায় মুখ ঢেকে ‘মাতাল’ বউকে দেখেই হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড় নেটিজেনদের।

একজন লিখেছেন, অজ্ঞান করে বিয়ে দেওয়া হচ্ছে। অথচ দোষ সেই বউয়ের হবে। আবার কারোর বক্তব্য, সিঁদুর ওড়েনি ঠিকই, কিন্তু বউকে মদ খাইয়ে বিয়ে দেওয়া হচ্ছে, এটাও সিরিয়ালে নতুন বটে। কেউ কেউ আবার কটাক্ষ করেছেন, বিয়ের দিনও মাথায় বিনুনি ইন্দিরার! সব মিলিয়ে এক বিয়েতেই ট্রেন্ডিংয়ে বাংলা মিডিয়াম।

প্রসঙ্গত, কৃষ্ণকলি সিরিয়ালের পরে বাংলা মিডিয়াম-এই ফের দেখা যাচ্ছে নীল ভট্টাচার্য্য এবং তিয়াশা লেপচা জুটিকে। তাই এই মেগা নিয়ে প্রথম থেকেই ছিল উন্মাদনা। তার প্রভাব পড়েছিল টিআরপি তালিকায়। এখনো হয় সেরা পাঁচে নয়তো সেরা দশের টিআরপি তালিকায় নাম থাকে বাংলা মিডিয়ামের। এর আগেও ট্রোলড হয়েছে এই সিরিয়াল। কিন্তু টিআরপি কমার বদলে আরো বেড়েছে।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker