মাত্র ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে ঐতিহাসিক ম্যাচে ব্যাকফুটে বাংলাদেশ। জাঁকিয়ে বসেছে ভারতীয় বোলাররা।

ভারতের মাটিতে প্রথম দিন রাত্রি টেস্ট। আর এই টেষ্টে মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ। ইতিমধ্যেই দু’দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে এই ম্যাচ কে ঘিরে আলাদা উন্মাদনা দেখা গিয়েছিল। একদিকে যেমন ভারতীয়রা এই ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনায় ছিলেন, তেমনি উত্তেজনা দেখা গিয়েছিল বাংলাদেশেও। তারাও প্রথমবার দিন-রাত্রির টেস্ট খেলতে পেরে খুবই খুশি হয়েছিল। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আশা করছিল যে প্রথম টেস্টে খারাপ পারফরম্যান্স করলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। কিন্তু ঐতিহাসিক এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের সেই আশায় জল ঢেলে দিল বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। বলা ভালো তাদের আশায় জল ঢেলে দিল ভারতীয় বোলাররা।

এইদিন টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মমিনুল ইসলাম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। এবং ব্যাটিং করতে নেমে প্রথমে কিছুটা হলেও আক্রমণাত্মক দেখা যায় বাংলাদেশি ওপেনারদের। কিন্তু ভালোভাবে ক্রিজের সেট হওয়ার আগেই বাংলাদেশী ওপেনার কায়েস কে সাজঘরে ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। তারপরে ব্যাটিং করতে নামেন অধিনায়ক মমিনুল কিন্তু উমেশ যাদবের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে সাত বল খুলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। তারপর ফের শূন্য রান করে আউট হয় বাংলাদেশী ব্যাটসম্যান মিঠুন। তারপর ক্রিজে নামেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহমান কিন্তু তিনিও খাতা খোলার আগেই মহম্মদ সামির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

16 Umesh AFPjpg

ওপেনের সাদমান ইসলাম কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ব্যক্তিগত 29 রানে উমেশ যাদবের বলে আউট হয়ে তিনি ফিরে যান। একের পর এক ধাক্কা সামলে মাত্র 38 রানে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে যায়। এখন ক্রিজে ব্যাট করছেন মাহমুদুল্লাহ এবং লিটন দাস। এখন এটাই দেখাচ্ছে তারা দুজনে কতক্ষণ লড়াই চালিয়ে যেতে পারে না কি প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশ ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করে দেয় ভারতীয় বোলাররা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর