ক্রমশ শোচনীয় হচ্ছে পরিস্থিতি! হুড়মুড়িয়ে পড়ল বাংলাদেশের টাকার দাম, ভারতের সাথে বাড়ল ব্যবধান

বাংলাহান্ট ডেস্ক : হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতিরও অবনতি হতে শুরু করেছে বাংলাদেশের (Bangladesh)। বিশ্ববাজারে বাংলাদেশের টাকার দামও পড়তে শুরু করেছে। বিশেষ করে ভারতীয় মুদ্রার তুলনায় বাংলাদেশি (Bangladesh) টাকার দাম অনেকটাই পড়ে গিয়েছে। যার ফলে ভারতীয় মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার মানের ব্যবধানও বেড়ে গিয়েছে অনেকটাই।

লাগাতার পতন বাংলাদেশের (Bangladesh) টাকার দামে

উল্লেখ্য, বিগত পাঁচ দিন ধরেই বাংলাদেশের (Bangladesh) টাকার দামের পতন লক্ষ্য করা যাচ্ছে উল্লেখযোগ্য ভাবে। বুধবার ভারতীয় মুদ্রার তুলনায় বাংলাদেশি টাকার দাম অনেকটাই পড়ে গিয়েছে। জানিয়ে রাখি, গত শনিবার অর্থাৎ ৪ ঠা জানুয়ারি পর্যন্ত ভারতের ১০০ টাকা মানে ছিল বাংলাদেশের (Bangladesh) ১৪১.৪২ টাকা।

bangladesh-taka-value-became went down again

ভারতের টাকার হিসেবে কত পড়ল বাংলাদেশের টাকা: এই হিসেবে ভারতের ১ টাকা মানে বাংলাদেশের (Bangladesh) হিসেবে ছিল ১.৪১৪২ টাকা। কিন্তু বিগত কয়েক দিনে টাকার দাম পড়েছে হুড়মুড়িয়ে। রিপোর্ট অনুযায়ী, বুধবার ভারতীয় সময় সকাল ৮ টা পর্যন্ত ভারতের ১ টাকা মানে বাংলাদেশের (Bangladesh) ১.৪২৭৩ টাকা ছিল। অর্থাৎ বর্তমানে ভারতের ১০০ টাকা মানে বাংলাদেশের ১৪২ টাকা ৭৩ পয়সা।

আরো পড়ুন : সীমা ছাড়াচ্ছে বাংলাদেশ! গোরু পাচারে বাধা দেওয়ায় লাঠি-কুড়ুল নিয়ে BSF-এর ওপরে চলল হামলা

সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার: গত জুলাই মাস থেকে বাংলাদেশের (Bangladesh) উত্তপ্ত পরিস্থিতি নজর কেড়েছে গোটা বিশ্বের। জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানের জেরে গদি ছেড়ে দশ থেকে পালাতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে (Bangladesh) নতুন ভাবে গঠন করতে তদারকি সরকার স্থাপিত হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বে।

আরো পড়ুন : ‘দিদার জন্মদিনেই ও আমাকে ছেড়ে…’, ১৭ বছরের সম্পর্ক শেষ হল ‘রোশনাই’ নায়ক শনের

অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সবরকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু একধারে যেভাবে বেকারত্বের সমস্যা বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বিশ্ববাজারে পড়ছে টাকার দাম। লাগাতার পতনের জেরে আগামীতে বাংলাদেশের টাকার মান কততে গিয়ে ঠেকে সেদিকেই লক্ষ্য রয়েছে আন্তর্জাতিক মহলের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর