বাংলাদেশকে ৩১৫ রানের টার্গেট দিল ভারত

গৌরনাথ চক্রবর্ত্তী, ২ জুনঃমঙ্গলবার এজবাস্টনে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে।এদিন টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।ভারতের দুই ওপেনার শুরুটা দারুণ করে।এদিন রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি করেন।৯০ বলে ১০০ রান করেন রোহিত। রোহিত শর্মা ৯২ বলে ১০৪ রান করে আউট হন।

চলতি বিশ্বকাপে চারটি শতরান করে ফেললেন রোহিত শর্মা।যা ভারতীয়দের মধ্যে রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে তিনটি শতরান করেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।মঙ্গলবার এজবাস্টনে রোহিত শর্মা সৌরভ গাঙ্গুলীকে টপকে গেলেন।২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকার চারটি শতরান করেছে।এদিন সাঙ্গাকারার রেকর্ডকে স্পর্শ করলেন রোহিত শর্মা।

কে এল রাহুল ৯২ বলে ৭৭ রান করেন।বিরাট কোহলি বড় রান করতে ব্যর্থ হন।বিরাট ২৭ বলে ২৬ রান করেন।ঋষভ পন্থ ৪১ বলে ৪৮ রান করেন।হার্দিক পাণ্ডিয়া ০ রান আউট হন।
ধোনী ৩৩ বলে ৩৫ রান করেন।দীনেশ কার্তিক ৯ বলে ৮ রান করেন।ভুবনেশ্বর কুমার ২ রানে রান আউট হন।শামি ১ রান করেন।ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান তোলে।

বাংলাদেশকে জিততে হলে ৩১৫ রান করতে হবে।বাংলাদেশের মুস্তাফিজুর ৫ টি উইকেট নেন।আজকে ভারত জিতলেই সেমিফাইনালে চলে যাবে।

সম্পর্কিত খবর