কুকুরের মতো গলায় শিকল বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হল ব্যক্তিকে, ‘নারীবাদী’ স্টান্টের জন্য ক্ষমা চাইলেন বাংলাদেশী শিল্পী

বাংলাহান্ট ডেস্ক: ব্যক্তি প্রায় অর্ধনগ্ন, সেই অবস্থায় তাঁর গলায় শিকল বেঁধে ঘোরানো হল প্রকাশ্য রাস্তায়। এই ঘটনা কোনও ছবির নয়, বরং বাস্তবের। বাংলাদেশের দুই শিল্পীর কাণ্ড এটা। দেশের সংষ্কৃতিকে হেয় করে এই ‘নারীবাদী’ স্টান্ট করার জন্য গ্রেফতার হলেন ওই দুই শিল্পী। এই কাণ্ড ঘটানোর জন্য ক্ষমাও চেয়েছেন তাঁরা।

এই ঘটনার ভিডিয়ো রীতিমত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য অভিযোগ পেয়ে অবশেষে আসরে নামে পুলিস। জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে রবিবার
ওই দুজনকে গ্রেফতার করেছে পুলিস।

আফসানা সেঁজুতি ও টুটুল চৌধুরী নামে ওই দুজন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ছাত্রছাত্রী। পুলিসের রিপোর্ট অনুযায়ী, আত্মপক্ষ সমর্থনে ওই দুজন জানিয়েছেন, ১৯৬৮ সালে ভিয়োনায় অনুষ্ঠিত নারীবাদী আর্ট পারফরম্যান্স ‘ফ্রম দ্য পোর্টফোলিও অফ ডগেডনেস’-এর রিমেকের উপস্থাপনা করছিলেন তাঁরা। সেঁজুতি আরও জানান, সামাজিক ও ব্যবহারগত বিষয়ের একটি কেস স্টাডি করার জন্যই ওই নাটকটি উপস্থাপনা করেন তাঁরা। তাঁর মতে, কোনও মহিলা যদি কোনও পুরষকে এভাবে গলায় শিকল বেঁধে রাখে তা সমাজ ভাল চোখে দেখে না। মহিলাদের ওপর সমাজ যে বোঝাটা চাপিয়ে রেখেছে সেটাই এই নাটকের মাধ্যমে দেখাতে চাইছিলেন তাঁরা। এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানান সেঁজুতি।

পুলিস সূত্রে জানা গিয়েছে, এহেন অসামাজিক ও ‘অ-বাংলাদেশী সংষ্কৃতি’র উপস্থাপনা করার জন্য তাঁরা দুজনেই ক্ষমাপ্রার্থনা করেছেন এবং জানিয়েছেন পুনরায় এমন কাজ করবেন না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর