বাংলাদেশী চিকিৎসকরা আবিষ্কার করল করোনা ওষুধ, ৬০ জনের উপর টেস্ট সফল হওয়ার দাবি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের ক্ষতিকর প্রভাবের হাত থেকে মুক্তি পায়নি বাংলাদেশ (Bangladesh)। বিশ্বের সকল দেশই এই ভাইরাসের হাত থেকে রক্ষার উপায় আবিষ্কারে নিয়োজিত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের এক মেডিকেল দল জানালেন, যে দুটো ওষুধের সংমিশ্রণে তারা করোনার প্রতিকার আবিষ্কার করেছে। যা প্রয়োগে করোনা (COVID-19) আক্রান্ত রোগী সাময়িকভাবে সুস্থও হয়ে উঠেছে।

8834debb corona test

দুটি ওষুধের সংমিশ্রণ ঘটয়ে আবিষ্কার করা হল
বাংলাদেশের এই মেডিকেল টিমের মধ্যে দেশের নামকরা গণ্যমান্য চিকিৎসকরা উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে একজন খ্যাতনামা চিকিৎসক, ডাঃ মোহাম্মদ তারেক আলম জানলেন, ‘৬০ জন করোনা আক্রান্তের মধ্যে দুটি ওষুধের মিশ্রণ ঘটিয়ে প্রয়োগ করা হয়েছিল। বর্তমানে তারা সকলেই সুস্থ আছে। এই দুটি ওষুধ হল- Doxycycline নামের একটি অ্যান্টিবায়োটিক এবং Ivermectin নামের এক ওষুধ’।

নেই কোন সাইড এফেক্ট
বাংলাদেশের এখনও অবধি করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২২ হাজার এবং মৃতের সংখ্যা প্রায় ৩২০ জন। ডাঃ মোহাম্মদ তারেক আলম জানান, ‘আমার টিম এমন কিছু মানুষের উপর এই দুই সংমিশ্রিত ওষুধ প্রয়োগ করেছিল, যাদের প্রথম দিকে শ্বাসকষ্ট হয়েছিল এবং তারা করোনা পজেটিভ ছিল। এই ওশুধ প্রয়োগের মাত্র ৪ দিনের মধ্যেই সুফল মিলতে শুরু করে দিয়েছিল। এবং ৩ দিনের মধ্যেই রোগী অর্ধেক রোগ নিরাময় হয়ে গিয়েছিল। সর্বোপরি এই রোগের কোন সাইড এফেক্ট নেই’।

0140359 kalerkantho 2020 2 pic 4

তৈরি করা হচ্ছে রিসার্চ পেপার
এই ওষুধ সম্পর্কে তারা ধীরে ধীরে বিশ্বের সকল দেশকে জানাতে চায় বলেও জানালেন তিনি। ওই চিকিৎসকদের টিম মিলিতভাবে একটি রিসার্চ পেপার তৈরি করছে, যা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত করা হবে। যার ফলে বিশ্বের অন্যান্য চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারবে।

খুব শীঘ্রই মিলবে সঠিক প্রতিষেধক
এছাড়াও বিভিন্ন দেশ করোনা ভাইরাসের প্রতিরোধে বিভিন্ন প্রতিষেধক আবিষ্কার করেছিল, যা সাময়িক ভাবে প্রতিকার মিললেও সম্পূর্ণ ফল পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে চলতি বছররে শেষের দিকে এই মারণ ভাইরাসের সঠিক প্রতিষেধক আবিষ্কার করা যাবে বলেও, জানিয়েছেন গবেষকরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর