মা বাংলাদেশি, বাবা পাকিস্তানি আর ছেলের নাম ইন্ডিয়া! এই নামকরণের কারণ জানলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : ‘নামে কী বা আসে যায়’…এমনটা ভাবার দিন বোধহয় এখন শেষ! অন্তত সোশ্যাল মিডিয়ার (Social media) কল্যানে এক খুদের নাম (Baby Name) নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে। অবশ্য এই খুদে আবার যে সে বাচ্চা নয়। বিখ্যাত পাকিস্তানি গায়কের (Pakistani singer) পুত্র সে। ভারতের (India) দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় দু’হাজার কিলোমিটারের দূরত্ব নিমেষে ঘুচিয়ে ফেলেছে সে। নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী ?

   

চলুন, একটু খোলসা করেই বলা যাক। আজকালকার দিনে অধিকাংশ দম্পতি তাদের সন্তানের আগমন বার্তার পরই ভাবতে শুরু করেন নাম। সকলেরই আশা যে তাদের ছেলে কিংবা মেয়ের জন্য রাখতে আধুনিক ও অভিনব কোন নাম। সম্প্রতি ওমার আর তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন তার সন্তানের অভিনব নাম রেখে।

ওমার জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক। তিনি পেশায় গায়ক। তার স্ত্রী বাংলাদেশের নাগরিক। কিন্তু তারা তাদের প্রথম সন্তানের নাম দিয়েছেন ইন্ডিয়া। শিশুটির পোশাকি নাম ইব্রাহিম। কিন্তু সমাজ মাধ্যমে শিশুটি জনপ্রিয় হয়েছে ইন্ডিয়া নামে। এমন নাম রাখার পিছনে শুধু দুই দেশের যোগ নয়, গভীর কারণ রয়েছে আরও।

ওমার জানিয়েছেন, “আমার স্ত্রী সন্তানের জন্মের পর আর পাঁচটা অভিভাবকের মতোই ছেলেকে আমাদের দুজনের মাঝে শোয়ানোর অভ্যাস করিয়েছিলেন। সেই থেকে প্রাচীরের মতো রয়ে গিয়েছে সে আমাদের মাঝে। নিজের ঘর থাকা সত্ত্বেও সে আমাদের মধ্যে সৃষ্টি করে চলেছে বিভেদ। তাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যখানে রীতিমতো সমস্যা তৈরি করেছে আমাদের ছেলে ইন্ডিয়া।”

Omar child

পাশাপাশি ওমার নতুন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আমার সমবেদনা তাদের প্রতি যারা আমাদের মত ঐতিহাসিক ভুল করে ফেলেছেন। দুবার ভাববেন ভবিষ্যতে এমন ভুল করার আগে।” ওমারের এই রসাত্মক কথা রীতিমতো ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এরই সাথে ভাইরাল হয়েছে তাদের সন্তান ইন্ডিয়া।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর