সেলিম হয়েছিল রবি! উত্তপ্ত আবহেই খাস কলকাতা থেকে আটক বাংলাদেশি নাগরিক

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে জাতীয় পতাকার অবমাননা একদিকে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার, এই নিয়ে বাংলাদেশ-ভারত চাপানউতর তুঙ্গে। এরই মাঝে খাস কলকাতা (Kolkata) থেকে আটক বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারী। অভিযোগ প্রায় দু’বছর আগে নথি জাল করে অবৈধভাবে রাজ্যে ঢুকে পড়েন ওই ব্যক্তি। তারপর থেকে কলকাতার এক হোটেলে কাজ করতেন তিনি। অভিযুক্তর কাছ থেকে বহু জাল নথি উদ্ধার করা হয়েছে।

পার্ক স্ট্রিট থানা এলাকা থেকেই ওই অনুপ্রবেশকারীকে আটক করে পুলিশ। তার বাড়ি বাংলাদেশের মাদারিপুর এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। আরও জানা গিয়েছে ধৃতের প্রকৃত নাম সেলিম মাতব্বর। এতদিন রবি শর্মার পরিচয়ে তিনি ভারতে ছিলেন। সূত্রের খবর, এসব নিজের মুখেই স্বীকার করেছে অভিযুক্ত।

শনিবার অনুপ্রবেশকারীকে আদালতে পাঠানো হয়েছে। ধৃতের এক সপ্তাহের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্গশাল আদালত। ৮ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবে অভিযুক্ত। ধৃতকে জেরা করে জানা গিয়েছে, বাংলাদেশে তিনি বিএনপি করতেন। দু’বছর আগে ব্যক্তিগত সমস্যার কারণে ভারতে চলে আসেন। তারপর থেকে কলকাতাতেই থাকতে শুরু করেন। ভুয়ো পাসপোর্ট উদ্ধার হয়েছে ধৃতের কাছ থেকে।

bangladeshi 2

আরও পড়ুন: কথা রাখেননি মেয়র ফিরহাদ! বিস্ফোরক অভিযোগ সেরিব্রাল পলসি আক্রান্ত আফরিনের

কে এই সেলিম মাতব্বর ওরফে রবি শর্মা, কি উদ্দেশে ভারতে পরিচয় বদলে আশ্রয় এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি জাল নথি বানাতে কে সাহায্য করেছিল সেসবও খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো তার আতঙ্কবাদী যোগের কোনো সূত্র মেলেনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর