অস্ট্রেলিয়ায় বাংলাদেশী তরুনীর জেল

বাংলা হান্ট ডেস্ক: সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল বাংলাদেশি তরুণী মোমেনা সোমাকে। সোমাকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্ট।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা রিপোর্টে সুমার আই এস এর প্রতি বিশ্বাস এর কথা উল্লেখ করা রয়েছে। গত সোমবারে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছায় সোমা। তা ঠিক ৯ দিন পরেই সোমা বাড়ির মালিক রজার সিংগারাভেলুর উপর ছুড়ি দিয়ে হামলা করে। এরপরই সোমাকে গ্রেফতার করে পুলিশ।
fc287 images 15
জানা গিয়েছে জঙ্গীবাদের দিকে আকৃষ্ট হয়ে ২০১৫ সালে তুরস্ক হয়ে সিরিয়া যেতে চেয়েছিল সোমা। সেই উদ্দেশ্যে তুরস্কের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হতে চেয়েছিলেন কিন্তু ভিসা না পাওয়ায় তুরস্কে যেতে পারেননি সোমা।

সোমা ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন। ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়টির পড়ুয়াদের জঙ্গিবাদের প্রতি আকর্ষিত হওয়ার উল্লেখ পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, সোমার ছোট বোন ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিল তার বোন সম্পর্কে তথ্য নিতে তাদের বাড়িতে গেলে ছোট বোন এক পুলিশ সদস্যকে আঘাত করেছিল।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম থেকে জানা যায়,অস্ট্রেলিয়ায় গিয়ে সোমা এক অস্ট্রেলিয়ান পরিবারের কাছে আশ্রয় নেয়,সেই পরিবারের সেই পরিবারকে আক্রমণ করার পরিকল্পনা করতে থাকে সোমা। এমনকি বিছানায় ছুরি মেরে মেরে আক্রমণের অনুশীলনও করত। জঙ্গী সংগঠনের থেকে প্রভাবিত হওয়ার কথা স্বীকার করেছে সোমা।

সম্পর্কিত খবর