মোদীর সফরের কামাল: অবহেলিত যশোরেশ্বরী কালী মন্দির একেবারে নতুন রূপে

ইসলামিক দেশে ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরগুলি অবহেলিত অবস্থায় থাকবে এটা একেবারে সাধারণ বিষয়। ভারত থেকে আলাদা হয়ে ইসলামিক দেশে পরিণত হওয়ার পাকিস্তান, আফগানিস্তান থেকে প্রাচীন হিন্দু মন্দিরের বেহাল দশার ছবি প্রায়শই সামনে আসে। বাংলাদেশও এসব থেকে দূরে নেই। প্রায় একই রকম ছবি বাংলাদেশ থেকে সামনে আসে

সম্প্রতি বাংলাদেশ থেকে এক প্রাচীন মন্দিরের ছবি ভাইরাল হচ্ছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। বাংলাদেশের যে মন্দিরের ছবি ভাইরাল হচ্ছে তা আসলে যশোরেশ্বরী কালী মন্দিরের। সম্প্রতি বাংলাদেশ সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রাপ্ত খবর অনুযায়ী, উনি বাংলাদেশ সফরের সময়কালে যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হচ্ছে তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের সফরের কারণে বাংলাদেশ সরকার যশোরেশ্বরী কালী মন্দিরকে মনোমুগ্ধকর সাজে সাজিয়েছে। একই সাথে মন্দিরের ভেঙে যাওয়া অংশের মেরামত করেছে।

ফেসবুক থেকে টুইটার সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই মন্দিরের ছবি ভাইরাল হয়েছে। টুইটারে বাংলাদেশ হিন্দু ইউনিটি কাউন্সিল নামের এক ইউজার পোস্ট করে লিখছেন, “দেখুন মোদীর মন্দির পরিদর্শনের ঘোষণার পর বাংলাদেশ সরকার কিভাবে মন্দির সাজিয়ে তুলেছে। এটাই মোদীর শক্তি।”
জানিয়ে দি, এই কালি মন্দির দেবীর ৫১ টি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি। মন্দিরটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থান করে।

সম্পর্কিত খবর