ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত একটি রাষ্টায়ত্ত্ব ব্যাঙ্কের শাখা

Published On:

BangalHunt : ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত একটি রাষ্টায়ত্ত্ব ব্যাঙ্কের শাখা ।ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার উস্থি এলাকার।জানা যায়, আনুমানিক সকাল নাগাদ ব্যাঙ্কের কর্মচারীরা কাজে যোগ দিতে আসে।এসে দেখে যে ব্যাঙ্কের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে। পরে দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে ব্যাঙ্কের ভেতরে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। পরে ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় ব্যাঙ্কের ভেতরে থাকা নগদ টাকা, গুরুত্বপূর্ন নথিপত্র,কম্পিউটার সহ আসবাবপত্র। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান লক্ষাধিক টাকার বলে জানা যায়।

পাশাপাশি ব্যাঙ্কে অগ্নিকান্ডের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে উস্থি থানার ওসি অভিষেক বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌছোয়। তবে কী কারনে লাগলো আগুন? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট শার্কিটের কারনে আগুন লেগেছে।

তবে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে উস্থি থানার পুলিশ।

X