লকডাউনে আপনার বাড়িতে টাকা পৌঁছে দেবে চলমান এটিএম

বাংলাহান্ট ডেস্কঃ আপনাকে ব্যাংকের কাছে যেতে হবে না, বরং ব্যাংকই তার এ টি এম নিয়ে আপনার কাছে আসবে। এমনই অভিনব উদ্যোগ নিল স্টেট ব্যাংক অফ বরোদা। গ্রাহকদের সহায়তার জন্য তারা মোবাইল এটিএম চালু করেছে। মুম্বাইয়ের বিভিন্ন banks kn9Fআবাসিক কলোনিতে ভ্রাম্যমান এই এ টি এম থেকে টাকা তুলতে নগরবাসীকে বেশী দূর যেতে হবে না।

 

পাশাপাশি, দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এস বি আই গ্রাহকদের জন্য এই পরিষেবা পৌঁছে দিয়ে থাকে। ব্যাংকের ডোর স্টেপ ডেলিভারি সার্ভিসের অধীনে বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে। যদি আপনি টাকা জমা দিতে চান সেই পরিষেবাটিও এই পদ্ধতিতে বাড়ি বসে পেতে পারেন। যদিও এই মুহূর্তে শুধুমাত্র বয়স্ক নাগরিক ও বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য।তবে জরুরী প্রয়োজনে এই পরিষেবা ব্যাবহার করতে পারেন আপনিও সে ক্ষেত্রে 100 টাকা চার্জ কাটবে এস বি আই।

একই রকম সুবিধা দিয়ে থাকে দেশের সব থেকে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি । ৫০০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়ে থাকে। এই পরিষেবা দিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হয়। এছাড়াও কোটাক মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্কও এই সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের।

পাশাপাশি অনেক আর্থিক সংস্থা এরকম সময়ে ইন্টারেস্ট অন এ ব্যবস্থা করে থাকে সেই সব কোম্পানির অ্যাপ ব্যবহার করে কেওয়াইসি করলে 12 থেকে 14 ঘণ্টা আপনি সরাসরি আপনার ব্যাংক একাউন্টে টাকা

সম্পর্কিত খবর