তীব্র তাপপ্রবাহের মধ্যেই চলছে ভোটের প্রাক মুহুর্তের কর্মসূচী

ইন্দ্রানী সেন, বাঁকুড়া: তীব্র তাপপ্রবাহের মধ্যেই চলছে ভোটের প্রাক মুহুর্তের কর্মসূচী। আসতে আসতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন কর্মীরা। সকাল থেকেই দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠে ও বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে ডিসিআরসি সেন্টার খোলা হয়েছে। এখান থেকেই ভোট কর্মীরা ভোট সামগ্রী সংগ্রহের কাজ শুরু করেছেন।

 

এবারের ভোটে ১০০ শতাংশ বুথে নিরাপত্তা দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকার খবরে অনেকটাই নিশ্চিন্ত ভোট কর্মীরা। তবে কেউ কেউ গত ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের কথা মনে করে আতঙ্কিত। যদিও প্রশাসনিক স্তরে ভোট কর্মীদের অযথা আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটকর্মী বলেন, গত পঞ্চায়েত জঙ্গল মহলের রানীবাঁধে ভোটের দায়িত্বে ছিলাম। খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরিনি। তবে এবার একশো শতাংশ বুথেই নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকবেন। ফলে আগেরবারের মতো অভিজ্ঞতার সম্মুখীন হতে হবেই না বলে তিনি মনে করছেন।

ভোটের আগের তীব্র তাপপ্রবাহ ভাবাচ্ছে সকলকেই। ডিসিআরসি সেন্টার গুলিতে যথেষ্ট পরিমানে পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে।সব মিলিয়ে নির্বিঘ্নে ভোট করানো যেমন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ, তেমনি নিশ্চিন্ত, নিরাপদে ভোট দিয়ে ও ভোট করিয়ে যেন সাধারণ ভোটার থেকে ভোটকর্মী সকলেই সুস্থ দেহে ও সুস্থ মনে বাড়ি ফিরতেই এখন সেটাই চাইছেন সকলে।

সম্পর্কিত খবর