মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, লরি ও ডাম্পারের সংঘর্ষে মৃত ৪, আহত ৩! মৃত্যু ১৩টি গরুরও

বাংলাহান্ট ডেস্ক : বুধবার সকাল হতে না হতেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া। বাঁকুড়া জেলার কোতুলপুরের রায়বাঘিনী মোড়ে একটি গরু বোঝাই গাড়ি এবং একটি ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩ জন। জানা যাচ্ছে, এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১৩ টি গরুরও। আজ সকালের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

   

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকালে বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল একটি গরু বোঝাই লরি। রাস্তায় হঠাৎই কোতুলপুর থানার রায়বাঘিনী মোড়ে ওই গাড়ির একটি চাকা ফেটে যায়। এরপর গাড়িটিকে রাস্তার এক পাশে দাঁড় করিয়ে চলছিল চাকা পাল্টানোর কাজ। সেই সময় আরামবাগমুখী একটি বালি বোঝাই ডাম্পার দুরন্ত গতিতে পিছন থেকে এসে ওই দাঁড়িয়ে থাকা গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। এর জেরে প্রায় ধ্বংসস্তুপে পরিনত হয় দুটি গাড়িই। আচমকা বিকট শব্দ পেয়েই ছুটে আসে স্থানীয়রা।

প্রাথমিক ভাবে এলাকার বাসিন্দারাই উদ্ধারের কাজ শুরু করেন। খবর পৌঁছে যায় থানাতেও। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পারের ৩ জন এবং গরু বোঝাই গাড়ির খালাসির। গুরুতর ভাবে জখম হয়েছেন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় কোতুলপুরের একটি হাসপাতালে। সেখান থেকে পরে তাঁদের নিয়ে যাওয়া হয় আরামবাগে। তবে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে যে, ওই ঘাতক ডাম্পারটি রাস্তার ধারে থাকা একটি বাড়িতেও ধাক্কা মারে৷ তবে, বাড়িতে থাকা ব্যক্তিদের কারুরই হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ হিসাবে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই লরিটিকে ধাক্কা মারে ডাম্পারটি। তবে, ওই ডাম্পারটিতে কোনও যান্ত্রিক গোলোযোগ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর