গা ভর্তি সোনা! বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর সেই গয়নার কী হল জানেন? শুনলে চমকে উঠবেন!

বাংলা হান্ট ডেস্কঃ গা ভর্তি সোনার গয়না, চোখে রোদচশমা। সবসময় এই চেনা লুকেই দেখা যেত বাপ্পি লাহিড়ীকে (Bappi Lahiri)। সোনা অন্ত প্রাণ ছিলেন তিনি। গলায় একাধিক হার, হাতে আংটি, এভাবেই তাঁকে চিনত গোটা দুনিয়া। লক্ষাধিক টাকার গয়না পরেই সর্বত্র যেতেন গায়ক। তাঁর মৃত্যুর পর সেই গয়নার কোথায় রয়েছে জানেন?

বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) গয়না এখন কোথায়?

২০২২ সালে স্লিপ অ্যাপনিয়ায় প্রয়াত হয় গায়ক। তাঁর এই আকস্মিক প্রয়াণে খবরে শোকের ছায়া নেমে এসেছিল বলিউডে। দেখতে দেখতে দু’বছর হয়ে গিয়েছে বাপ্পিদা আমাদের মধ্যে নেই। তবে তাঁর সেই কাঁড়ি কাঁড়ি সোনা এখন কোথায় রয়েছে? তা সম্প্রতি জানা গিয়েছে।

   

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে একটি উইল করে গিয়েছিলেন ‘ডিস্কো ড্যান্সার’ গায়ক। সেখানে দাবি করেছিলেন, তাঁর কাছে মোট ৭৫৪ গ্রাম সোনা রয়েছে। তখন ওই গয়নার বাজারদর ছিল ৩৮ লক্ষ ৭১ হাজার ৭৯০ টাকা। ওই উইলেই লেখা ছিল, বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর তাঁর সকল সোনাদানা (Gold Collection) পাবেন পুত্র বাপ্পা এবং কন্যা রিমা।

আরও পড়ুনঃ TRP কমছে! রাতারাতি পাল্টে গেল ‘গীতা এলএলবি’র নায়িকা! প্রোমো প্রকাশ্যে আসতেই তোলপাড়!

গায়কের মৃত্যুর পর তাঁর সেই ইচ্ছেকে সম্মান জানিয়েছেন বাপ্পা এবং রিমা। বাবার গয়না নিজেরা না পরলেও তা বিক্রি করেননি। বাবার স্মৃতি হিসেবে তা যত্নে রেখে দিয়েছেন। বাপ্পিদার মৃত্যুর পর তাঁর যাবতীয় গয়না তাঁর পরিবারের কাছেই রয়েছে বলে খবর।

একবার এক সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri) এত সোনা পরার ‘রহস্য’ ফাঁস করেছিলেন। গায়ক বলেন, হলদে ধাতুকে তিনি সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন। সেই জন্য সর্বত্র সোনা নিয়ে যেতেন তিনি। নিজের গয়নার ভীষণ খেয়াল রাখতেন।

Bappi Lahiri

উল্লেখ্য, শুধুমাত্র সোনার গয়নাই নয়, বাপ্পি লাহিড়ীর গাড়িরও শখ ছিল। তাঁর বাড়ির গ্যারেজে সাজানো ছিল অডি, বিএমডব্লিউ, টেসলা এক্সের মতো দামি দামি গাড়ি। মিডিয়া রিপোর্ট বলছে, পরবর্তী প্রজন্মের জন্য প্রায় ২২ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর