লাস ভেগাসে হাতাহাতিতে ভরা এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে টেক্কা দিল বার্সেলোনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলের নতুন মরশুম শুরু হতে আর কয়েক সপ্তাহ বাকি। আপাতত ইউরোপের ফুটবল ক্লাবগুলি প্রাক মরশুম প্রস্তুতি শিবিরের অংশ হিসাবে বিভিন্ন প্রীতি ম্যাচ খেলে বেড়াচ্ছে। এই সময় সাধারণত সব দল নিজেদের কোচের স্ট্র্যাটেজিগুলি গুছিয়ে নিয়ে থাকে। ম্যাচে সাধারণত কেউ নিজের ১০০ শতাংশ দেন না এবং ইনজুরি বা চোট আঘাত বাঁচিয়ে খেলার চেষ্টা করেন।

<span;>কিন্তু সেই নিয়মের আশ্চর্য ব্যতিক্রম দেখা গেল লাস ভেগাসে আয়োজিত রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা প্রীতি ম্যাচে। খেলায় একাধিকবার হাতাহাতি, তর্কাতর্কি, বিপজ্জনক ফাউলের দেখা পাওয়া গেল। বরাবরই দুই ক্লাব একে অপরের মুখোমুখি হলে বিশ্ব দুই ভাগে দ্বিধাবিভক্ত হয়ে যায়। ফুটবলারদের <span;>মধ্যেও সেই আবেগ সঞ্চারিত হয়ে থাকে। কিন্তু একটা দিকে ম্যাচ কে কেন্দ্র করে যে সত্যি সত্যি মারামারি, হাতাহাতিতে জড়িয়ে পড়বেন দুই দলের ফুটবলার তা হয়তো অনেক ফুটবলপ্রেমীই আশা করেননি।

<span;>ঘটনার সূত্রপাত ঘটে ম্যাচের ৪২ মিনিটে। ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল ধরে তীব্র গতিতে বার্সেলোনা বক্সের দিকে এগিয়ে চলছেন রিয়াল মাদ্রিদের তরুন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ঠিক সেই সময়ে তাকে বক্সের কিছুটা বাইরেই ফাউল করেন বার্সেলোনার অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। তারপরও মেজাজ হারিয়ে বার্সার মিডফিল্ডারকে দু হাতে ধাক্কা মেরে বসেন রড্রিগো। এখান থেকেই ঘটনা রেফারির নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাবে এবং রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার খেলা একে অপরের বিরুদ্ধে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ফলে আরও একবার প্রমাণিত হয় যে রিয়াল মাদ্রিদ এবং বর্ষা যখন একে অপরের মুখোমুখি হয় তখন তা প্রীতি ম্যাচ হলেও তার গুরুত্ব ফুটবলারদের কাছে একই রকম থাকে।

<span;>শেষ পর্যন্ত চলতি এই মরশুমেই বার্সেলোনায় যোগ দেওয়ার ব্রাজিলিয়ান তারকা রাফিনহার দুর্দান্ত দূরপাল্লার গোলে ক্লাসিকো জিতে নেয় বার্সেলোনা। এটি তাদের প্রাক মরশুম প্রস্তুতি চলাকালীন তৃতীয় প্রস্তুতি ম্যাচ ছিল। দল হিসেবে অনেকটাই গুছিয়ে উঠেছে তারা। অপরদিকে আজ প্রথম মাঠে নেমেছিল গত মরশুমে লা লিগা ও ইউসিএল জয়ী রিয়াল মাদ্রিদ। ১-০ ফলে হারলেও খুব খারাপ খেলেনি তারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর