প্রস্রাবের সঙ্গে বেরোত ভাত মুড়ি, অস্ত্রোপচার করে সফল বর্ধমান মেডিকেলের চিকিত্সকরা

বাংলা হান্ট ডেস্ক : পায়খানা ছাড়াও প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসত খাবারের অংশ৷ অবশেষে বাংলার চিকিত্সকদের বিরল অস্ত্রোপচারে মিলল সাফল্য৷ টানা পনেরো বছর পর সুস্থ হলেন বর্ধমান শহর লাগোয়া মেরা দিঘির বাসিন্দা রফিকুল ইসলাম৷ সূত্রের খবর, 8 বছর বয়স থেকে রফিকুলের প্রথম এই সমস্যা দেখা গিয়েছিল তখনই নাকি তাঁর প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসত ভাত মুড়ি এবং খাবারের যাবতীয় অংশ৷ প্রাথমিক ভাবে গ্যাসের সমস্যা বলে বেশি করে জল খাওয়ার পরামর্শ দিতেন প্রতিবেশীরা৷

কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রফিকুলের এই সমস্যা আরও বেশি করে দেখা যায়৷ তখন চিকিত্সকের পরামর্শ নিলে তিনি মানসিক সমস্যা বলে মানসিক রোগের চিকিত্সা শুরু করেন৷ কিন্তু সমস্যা আরও বেড়ে যাওয়ায় বর্ধমান মেডিকেল কলেজে পরিবারের সঙ্গে চিকিত্সা করাতে আসেন রফিকুল৷ এরপর শুরু হয় চিকিত্সা৷

   

বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিত্সক নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন এক বিরল ইউরোর ডিও ডিও ডিনায়াল ফিস চুলায় আক্রান্ত রফিকুল৷ যার জন্য খাদ্যনালির কিছু অংশ মাত্র নারীর সঙ্গে যুক্ত হয়ে যায় আর এতেই খাবারের সব অংশ মূত্রনালিতে এসে জমা হয়৷ তবে দীর্ঘদিন যাবত এ ধরনের সমস্যা চললে এবং মুত্র নালিতে খাবারের পচন ধরলে সংক্রমণের সমস্যা থাকে বলে জানিয়েছেন ওই চিকিত্সক৷

এরপর বর্ধমান মেডিকেল কলেজের দশ জন চিকিত্সকদের তৈরি একটি টিম দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে বিরল অস্ত্রোপচারের মাধ্যমে রফিকুলের সমস্যার সমাধান করেছেন৷ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন রফিকুল৷ যদিও জটিল নয় কিন্তু বিরল যে সমস্যা বিশ্বে এখনও অবধি রফিকুলকে নিয়ে মোট বারো জন আক্রান্ত হয়েছেন তবে চিকিত্সকরা এই সাফল্যে যথেষ্ট খুশি৷

সম্পর্কিত খবর