সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ ধাওয়ান ও নাতাশা, জানেন কবে বিয়ে?

বাংলা হান্ট ডেস্ক : বলিউডে বিয়ের মরসুম শুরু হয়েছে সেই এক বছর ধরে, একের পর এক প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে কপিল শর্মা দীপিকা পাড়ুকোন সকলেই বছরের মধ্যে বিয়েটা সেরে ফেলেছেন। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা বরুণ ধাওয়ানের নাম। যদিও দীর্ঘদিন ধরে বরুণের সঙ্গে নাতাশার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল এবং কবে বিয়ে করবেন? এ নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্নের শেষ ছিল না।

তবে এবার আর সেই জল্পনার অবসান হবে শীঘ্রই। জানা গিয়েছে বি টাউনের বরুণ ধাওয়ান খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অবশ্যই পাত্রীটি নাতাশা। এত দিন অবধি মুখে কুলুপ আঁটলেও এ বার কিন্তু প্রকাশ্যে এসেছে বরুণ ধাওয়ানের বিয়ের খবর। যদিও এ বছর নয় 2020 সালের মে মাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বরুণ।117a3b4e 0130 11ea a362 a76bed49e6ea

সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে বরুণ ধাওয়ানের প্রেমিকা তথা নাতাশা দালাল জানিয়েছেন, স্কুলে পড়াকালীন তাঁদের বন্ধুত্ব তার পর কুড়ি বছর অবধি বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু এবার তাঁদের বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। কিন্তু প্রেম সম্পর্কে স্পিকটি নট বরুণ ধাওয়ান, তাই তো তিনি জানিয়েছেন তাঁর প্রথম প্রেম নাকি সিনেমা। যদিও নাতাশাকে অস্বীকার করেননি তবে পরিবারের প্রতিও যে প্রেম রয়েছে তা স্পষ্টই জানিয়েছেন বরুণ ধাওয়ান।

দীর্ঘদিন ধরে জল্পনা চললেও সম্প্রতি কফি উইথ করণ সিজন 6 এ এসে নাতাশার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন বরুণ ধাওয়ান। উল্লেখ্য চলতি বছরের জুন জুলাই মাস নাগাদ ডিসেম্বরে বরুণ ও নাতাশার বিয়ে নিয়ে জোর জল্পনা উঠেছিল। কিন্তু সেই সময় বরুণ বিয়ের খবর অস্বীকার করে জানিয়েছিলেন এটা সত্যি নয় বার বার আমি এই কথাটা বলতে বলতে হাঁপিয়ে উঠেছি।

এমনকি বরুণের বাবা ডেভিড ধাওয়ান বলেছিলেন, আমি জানি প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরুনের বিয়ের জন্য বিশ্বাস করুন আমি ও পরিবারের সকলেই খুশি হব ও বিয়ে করলে। পাশাপাশি তিনি আরও জানান সময় আসলেই অফিসিয়াল ভাবে বিয়ের ডেট ঘোষণা করবেন।


সম্পর্কিত খবর