ভারতীয় ক্রিকেট দলকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জারি করল বিসিসিআই।

এই মুহূর্তে বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের প্রভাবে মৃত্যু ঘটেছে হাজার হাজার মানুষের। ইতিমধ্যে করোনা ভাইরাস প্রবেশ করেছে ভারতে। ভারতেও বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন করোনা ভাইরাসের কারণে। আর সেই কারণে এবার ভারতীয় ক্রিকেট দলকে পুরোপুরিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বিসিসিআই যে সমস্ত নির্দেশিকা গুলি জারি করেছেন সেগুলি নীচে আলোচনা করা হল:-

1) ভারতীয় ক্রিকেটাররা হোটেলের বাইরে গিয়ে কোনো রেস্তোরাঁয় ইচ্ছামতো খাবার খেতে পারবেন না।
2) ভারতীয় ক্রিকেটাররা দলের কোচ, সাপোটিং স্টাফ ছাড়া বাইরের কোনো ব্যক্তির সাথে খুব কাছাকাছি গিয়ে দেখা করতে পারবেন না।
3) কোন ভক্তের সাথে হাত মেলানো বারণ বিরাট কোহলিদের।
4) ফ্যানদের আবদারে অজানা কোনো ব্যক্তির ফোন থেকে সেলফি তোলার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই।
5) ক্রিকেটাররা যে সমস্ত জায়গায় যাবেন বিসিসিআই এর তরফে সেই সমস্ত জায়গা জীবাণু মুক্ত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
6) স্টেডিয়ামের বাথরুম গুলিতে ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত পরিমাণে সাবান, হ্যান্ডওয়াশ এবং স্যানিটাইজার রাখার ব্যবস্থাও করা হয়েছে।

139024591b5abaead3bb4440283193c586964417f

শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজেই জন্য নয়, করোনা ভাইরাস যতদিন না পর্যন্ত পুরোপুরি ভাবে শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই নিয়মটি জারি রাখবে বিসিসিআই। এমনকি পুরো আইপিএল জুড়ে এই একই নিয়ম কার্যকর রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর