করোনা ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ লক্ষ টাকার চাল দিচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

এই মুহূর্তে করোনা ভাইরাসের প্রভাবে পুরো বিশ্বের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতও। বিভিন্ন দেশ নানান ভাবে করোনা মোকাবিলা করছে। ভারতও করোনা মোকাবিলা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে, পিছিয়ে নেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সিএবি। এই করোনা ভাইরাসকে আটকানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে 21 দিনের লকডাউন ঘোষণা করেছেন, এই সময়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য এগিয়ে এলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

করোনা ভাইরাসের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুলে তাদের পাশে দাঁড়ালেন প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবার পিছিয়ে পড়া মানুষদের জন্য 50 লক্ষ টাকার চাল দিলেন সৌরভ গাঙ্গুলি। সিএবির তরফে সৌরভ গাঙ্গুলির এই মানবিক দিকের কথা জানানো হয়েছে।

26271247848aca0067f287589596b1113034a002d

এছাড়াও সিএবির তরফে জানানো হয়েছে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে 25 লক্ষ টাকা তুলে দেওয়া হবে। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ব্যক্তিগতভাবে পাঁচ লক্ষ্য টাকা দেবেন রাজ্য সরকারের ত্রাণ তহবিলে। অভিষেক বলেছেন, এই কঠিন পরিস্থিতি থেকে দ্রুত রেহাই পাক দেশের মানুষ এটাই চাই সিএবি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর