ম্যানচেষ্টার ম্যাচ বাতিল হওয়ার আসল কারণ জানালেন সৌরভ, ব্রিটিশদের দিলেন মোক্ষম জবাব

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ার পর থেকেই ক্রমাগত আইপিএল এবং খেলোয়াড়দের দোষারোপ করে আসছে ইংরেজ মিডিয়া। এমনকি রবি শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানকেও এর জন্য দায়ী করতে শুরু করেছেন তারা। শুধু ইংরেজ মিডিয়াই নয় বেশ কিছু প্রাক্তন খেলোয়াড়ও ভারতীয় খেলোয়াড়দের দোষারোপ করতে শুরু করেছেন। এদের মধ্যে একদিকে যেমন রয়েছেন প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন তেমনি আবার রয়েছেন কিংবদন্তি পেসার হার্মিশনও। এবার এই প্রথমবার এ নিয়ে মুখ খুললেন বিসিসিআই অধ্যক্ষ সৌরভ গাঙ্গুলী।

   

সৌরভ পরিষ্কার জানিয়েছেন, এর জন্য কোনোভাবেই খেলোয়াড়রাই দায়ী নয়, দায়ী নয় আই পি এলও। বরং পরিস্থিতিই তাদের এভাবে ভাবতে বাধ্য করেছে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাদা বলেন, “ক্রিকেটাররা খেলতে চায়নি, কিন্তু ওদের দোষ দিলে চলবে না। ফিজিয়ো যোগেশ পারমার প্রায় সব সময় ক্রিকেটারদের সঙ্গে ছিল। ওদের সঙ্গে খোলা ভাবে মিশেছিল। একসঙ্গে কোভিড পরীক্ষাও হয় ওদের। ক্রিকেটারদের ম্যাসাজ করা থেকে শুরু করে শরীরের খেয়াল রাখা, সবই করত ও। যোগেশ কোভিডে আক্রান্ত হওয়ার পর ক্রিকেটাররা মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। ভেবেছিল ওদের শরীরেও এই ভাইরাস চলে এসেছে। প্রত্যেকের ক্রিকেটারদের এই ভাবনাকে সম্মান করা উচিত। ”

সাথে সাথে তিনি এও জানান, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যে এর জন্য ক্ষতি হয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। ম্যাচ বাতিল করা কখনোই সহজ কাজ নয়। বিসিসিআই প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, আগামী ২২ সেপ্টেম্বর লন্ডন যাচ্ছেন তিনি। ইসিবিকে এর আগেই বেশ কিছুটা সময় দেওয়ার কথা জানানো হয়েছে। সৌরভের মতে, পরিস্থিতি একটু শান্ত হবার সময় দিন। আমরা এরপর এ বিষয়ে কথা বলব। আগামী বছর যদি বাতিল হওয়া টেস্টটি করতে হয়, তাহলে কেবলমাত্র একটি টেস্ট খেলা হবে কারণ এর চেয়ে বেশি সিরিজ লম্বা করা যাবেনা।

Virat Kohli,India,BCCI,Sourav Ganguly,Rohit Sharma,India England series,Manchester test,England,ম্যানচেস্টার টেস্ট,ভারত ইংল্যান্ড সিরিজ,বিরাট কোহলি,ভারত,বিসিসিআই,সৌরভ গাঙ্গুলী রোহিত শর্মা,ইংল্যান্ড

প্রসঙ্গত উল্লেখ্য, রবি শাস্ত্রী আক্রান্ত হবার পর করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন ভারতের বোলিং কোচ ভরত অরুন, ফিল্ডিং কোচ আর শ্রীধরও। যার জেরে দলের প্রধান ফিজিও নীতিন প্যাটেলকেও আইসোলেশনে রাখা হয়। সেই কারণে খেলোয়াড়দের সমস্ত দায়িত্বই ছিল যোগেশ পারমারের উপর। আর তাই যোগেশ কোভিড আক্রান্ত হবার পর কোন খেলোয়ারই আর ঝুঁকি নিতে চাননি। তাদের এই পরিস্থিতিতে এমন ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক বলেই মনে করেন বিসিসিআই প্রেসিডেন্ট।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর