সাবধান! চাকরি দেওয়ার নামে বড়সড় প্রতারনার ফাঁদে পড়ুয়ারা

 

   

বাংলা হান্ট ডেস্কঃ   বিডিও অফিসে চাকরি দেওয়ার নামে বড়সড় প্রতারনার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত বৈদনাথপুর ও কয়থা গ্ৰামে।ঘটনা সূত্রে জানা গেছে, দিন দুয়েক আগে ওই গ্ৰামের মধ্যে একটি চারচাকা গাড়িতে কয়েকজন ব্যাক্তি গ্ৰামে টহলদারি চালায় এবং গ্ৰামের বেকার যুবক যুবতীদের স্থানীয় বিডিও অফিসে করোনা মোকাবিলার জন্য চাকরি দেওয়ার নামে বিডিওর রিসিভ করা একটি ফর্ম পূরণ করিয়ে কারোর কাছে ২৫ হাজার কারো কাছে ২০০০০ করে টাকা নেই।

প্রায় ৫ জন ছাত্রছাত্রীর কাছে লক্ষাধিক টাকা নেই প্রতারকদের দল। তারপর ওই যুবক-যুবতীদের একটি করে ফেক আইডি কার্ড ও একটি টি-শার্ট সাথে কয়েকটি ভূয়ো কাগজ হাতে ধরিয়ে পরেরদিন সকালে বিডিও অফিসে ইন্টারভিউয়ের কথা জানিয়ে আসেন।

তাদের কথা মতো পরের দিন ওই ছাত্র-ছাত্রীরা স্থানীয় বিডিও অফিসে গেলে পুরো বিষয় জানতে পারে বড়ঞা ব্লকের বিডিও সাগর ঘোষ‌। তারপর ওই যুবক ও যুবতিরা জানতে পারে যে তারা বড়সড় প্রতারণার শিকার হয়েছেন। অভিযুক্ত ওই প্রতারকদের ফোন করে প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হলে অতঃপর তারা আত্মসাৎ করা টাকা ব্যাংক অ্যকাউন্টে ফেরত পাঠায় বলে জানিয়েছে ওই যুবক ও যুবতীরা।

তবে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন বড়ঞা ব্লকের বিডিও সাগর ঘোষ এবং এই ধরনের প্রতারক দের হাত থেকে বাঁচতে গেলে সাবধানে ও সজাগ হয়ে থাকার আবেদন জানিয়েছেন বড়ঞা ব্লক প্রশাসন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর