বিধানসভা নির্বাচনের আগে মোদী সরকারের বড়সড় ঘোষণা! 40 লক্ষ কলোনির পরিবারকে দেওয়া হবে মালিকানা

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনে আবারও ছক্কা হাঁকিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 2014 সালের থেকেও এ বছর সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন তিনি৷ তাই এ বার দিল্লির বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে মোদী সরকার৷ কিন্তু তার আগে দিল্লিতে বসবাসকারী কলোনি পরিবারের হাতে মালিকানা তুলে দিতে চাইছে নরেন্দ্র মোদী৷ বুধবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ পুরী অনুমোদিত নয় দিল্লির এমন কলোনির 40 লক্ষ্য বাসিন্দাদের হাতে মোদী সরকার মালিকানা তুলে দেবে বলে জানান৷

বিধানসভা নির্বাচনের আগে মোদী সরকারের এই ঘোষণা অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ মোদী সরকারের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন সরকারি এবং বেসরকারি জায়গায় বসবাসকারী ব্যক্তিদের এই পাট্টা দেওয়া হবে৷ তাই যে সমস্ত ব্যক্তিরা ঋণ নিয়ে বাড়ির এবার করতে চান তাঁরা বিশেষ সুযোগ পাবেন৷ মোদী সরকারের এই ঘোষণার পর বিজেপির পক্ষ থেকে স্বাধীনতার পর দিল্লির ইতিহাসে এই সিদ্ধান্ত প্রথমবার বলেই জানানো হয়৷

এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে কোনও রাজনীতি নেই৷ উল্লেখ্য দীর্ঘদিন ধরেই দিল্লির ওই সমস্ত কলোনিতে জল বিদ্যুত্ এবং একাধিক সুযোগ সুবিধার দাবি ছিল৷ অবশেষে সেই দাবি পূরণের সিদ্ধান্ত নেওয়ায় মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল৷ তবে মালিকানা দেওয়ার পাশাপাশি ফসলের ক্ষেত্রে অন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে মোদী সরকারের তরফ থেকে৷

সম্পর্কিত খবর