জোজিলা সুড়ঙ্গ প্রকল্প শুরু হওয়ার আগেই পিছিয়ে গেল চীন, ভারত করল বিশেষ পরিবর্তন

বাংলাহান্ট ডেস্কঃ পূর্ব লাদাখের সীমান্ত রেখা নিয়ে (LAC) ভারতীয় (India) ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ জারী রয়েছে। ভারত কোন নির্মাণ কাজে অংশ নিলে, চীন ক্ষেপে ওঠে। তবে শ্রীনগর এবং লেহের মধ্যে ‘জোজিলা টানেল’ (Jozilla Tunnel) প্রকল্প শুরু করতে শুধুমাত্র চীনই নয়, পাকিস্তানও পরাজিত হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে ভারত এই প্রকল্প শেষ করার কাজে নেমেছে।

কাজ শুরু করেছে ভারত
ভারত দ্রুততার সাথে দরবারুক-শায়োক-দৌলত বেগ ওল্ডি সড়কের কাজ শুরু করেছে। এই রাস্তাটি প্রস্তুত হলে, ভারত অনেক বেশি লাভবান হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ পি কে সেহগালের মতে, লাদাখের এই অচলাবস্থার মধ্যে চীন দরবুক-শায়োক-দৌলত বেগ ওল্ডি রাস্তাটির কাজ সম্পূর্ণ করতে ভারতকে বাঁধা দিতে চাইবে। চীন বুঝতে পেরেছে, ওই রাস্তা নির্মাণ হলে, ভারতীয় সেনাদের চলাচলের পথ আরও সুগম হয়ে যাবে।

a3b913f473a0682b534d2881ef5ba85b

জোজিলা টানেল প্রকল্পটি নিয়ে চীন বর্তমানে আশঙ্কায় রয়েছে। একবার এই প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে গেলে, চীনের পক্ষে তা কখনই ভালো হবে না। উল্টে চীনের প্রতি আরও চাপ সৃষ্টি হবে, চীন এটা খুব ভালো করেই বুঝতে পেরেছে।

রাস্তা নির্মাণের কাজে বাঁধা দিচ্ছে চীন
শেহগালের মতে, ভারতকে ওই রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ার জন্য চীন সরকার ভারত-চীন সীমান্তে ৫০০০ সেনা মোতায়েন করেছে। কিন্তু ভারত পিছু হটতে নারাজ। রাস্তা নির্মানের কাজ শেষ করেই তবে ক্ষান্ত হবে। এই বিষয়ে চীন ভারতের সীমান্ত এলাকায় হামলার ছক কষতে থাকে। চীনের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে, ভারত চীনের সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

651582

প্রধানমন্ত্রী মোদী করছিলেন ভিত্তিপ্রস্তর স্থাপন 
৩ রা জানুয়ারী ২০১৮ সালের কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে শ্রীনগর থেকে লেহের মধ্যে জোজিলা টানেলের নির্মাণ কার্যের অনুমতি দেওয়া হয়। এই রস্তার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪.১৪ কিমি দীর্ঘ পথ প্রায় ৭ বছর ধরে প্রায় ৬৮০৯ কোটি টাকা ব্যয় করে এই জোজিলা টানেল নির্মাণের কথা বলা হয়েছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর