দোলের আগেই দেখা মিলবে ঝলমলে রোদের তাপঃ জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ দোলের আগেই ফিরবে আবহাওয়ার (weather) অবস্থা। বৃষ্টি (Rain) সরে গিয়ে দেখা মিলবে রোদ (Sunshine) ঝলমলে দিনের। সোমবার থেকেই অবস্থার উন্নতি হবে বলে জানায় আলিপুর (Alipore) আবহাওয়া দফতর (Weather Office)। তবে আগামী ৪৮ ঘণ্টা রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দুই বঙ্গ মিলিয়ে বেশ কিছু জায়গায় চলবে বৃষ্টি।

   

বঙ্গোপসাগরে (Bay of Bengal) বিপরীত ঘূর্ণাবর্ত (Whirlwind) সৃষ্টি হওয়ার ফলে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের জেরে এবার বসন্তেই (Spring) শুরু হবে বৃষ্টি (Rain) বলে আগে থাকতেই জানিয়েছিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা আগেই করেছিল আবহাওয়া দফতর। বাংলাদেশ (Bangladesh) ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। আবার বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। তবে আগামী ৩ দিন ঝড় বৃষ্টি হলেও, রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

শনিবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার (West Bengal) পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জন্মু-কাশ্মীর, লাদাখ (Ladakh), হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডেও। পঞ্জাব (Panjab), হরিয়ানা, চণ্ডীগড়ে। পাশাপাশি উত্তরপ্রদেশ, ছত্রিশগড় ও ঝাড়খণ্ডেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। ওড়িশাতে (Orissa) দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করছেন আবহবিদরা।

বসন্তের মাঝেই এই খামখেয়ালি বর্ষায় কোন পরিকল্পনাই ঠিকমতো করে উঠতে পারছে না কেউই। গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৫ থেকে ৯৪ শতাংশ। তবে দোলের আগেরই আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর