ভিডিওতে দেখুন! আবারও কেঁপে উঠলো বেইরুট বন্দর! চারিদিকে ছড়িয়ে পড়ল বিধ্বংসী আগুন

বাংলা হান্ট ডেস্কঃ ভিডিওতে (Viral Video) দেখুন, লেবাননের (Lebanon) রাজধানী বেইরুটের (Beirut) বন্দরে (Beirut port) বৃহস্পতিবার আবারও ভয়ানক অগ্নিকান্ড ঘটল। বেইরুটের বন্দরে ৩০ দিনে এটি দ্বিতীয় বড়সড় দুর্ঘটনা। আগুনের কারণে বন্দরে বিশাল ধোঁয়া উঠতে থাকে। যদিও এখনো পর্যন্ত কোন হতাহতের খবর নেই। সেনার আধিকারিকরা জানান, গোদামে থাকা তেল আর টায়ারের আগুন লাগার ফলে এই ঘটনা ঘটেছে। ধোঁয়ার পাহাড় স্থানীয়দের একমাস আগের ঘটনা মনে করিয়ে দিচ্ছে।

উল্লেখনীয়, ৪ ঠা আগস্ট লেবাননের রাজধানীতে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ গোটা বিশ্ব বাসীকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল। এই বিস্ফোরণের ফল বেইরুটের বন্দর থেকে কয়েক মাইল দূরে থাকা এলাকা গুলোতেও হালকা ঝটকা অনুভব হয়। এই বিস্ফোটে কমপক্ষে ১৯০ জন প্রাণ হারান। আর দুই হাজারের বেশি মানুষ আহত হন। লেবাননের ইতিহাসে সবথেকে বড় এই দুর্ঘটনার পর সমস্ত সাংসদ ইস্তফা দিয়ে দেন।

লেবাননের সেনা একটি বয়ানে জানিয়েছে যে, ঘটনাস্থলে ১৪ থেকে ২২ আগস্টের মধ্যে হাইড্রোক্লোরিক অয়াসিডের ২৫ টি কন্টেনর পাওয়া যায়, এর সাথে সাথে আরও ৫৪ টি কন্টেনার পাওয়া গিয়েছিল যেগুলোতে অন্য রাসায়নিক উপদান ছিল। সেগুলোতে রাসায়নিক পদার্থ নিঃসরণ হওয়ার ফলেই এই ব্লাস্ট হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর