কোচ অরুনলালকে বাদ দিয়েই আগামী ১৫ তারিখ থেকে অনুশীলন শুরু করছে বাংলা ক্রিকেট দল

বাংলা হান্ট ডেস্কঃ শেষবার 13 ই মার্চ রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নেমেছিল বাংলা ক্রিকেট দল। তারপর দীর্ঘ ছয় মাস করোনা ভাইরাসের কারণে মাঠে নামতে পারেনি বাংলা দল। তবে এবার দীর্ঘ ছয় মাস পরে মাঠে নামতে চলেছে মনোজ তেওয়ারি, অভিষেকের রমনরা। জানা গেছে আগামী 15 ই সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করতে চলেছে বেঙ্গল ক্রিকেট দল।

এই বিষয়ে বৈঠক করে সিএবি সিদ্ধান্ত নিয়েছে আগামী 15 ই সেপ্টেম্বর থেকে অনুশীলনে নামবেন বেঙ্গল ক্রিকেটাররা। তবে এখনই মাঠে নেমে অনুশীলন করার অনুমতি পাচ্ছে না তারা। এখন নিয়মিত জিম, যোগা এবং ফিটনেস ট্রেনিং করবেন মনোজ তেওয়ারিরা। প্রাথমিকভাবে 4 জন করে গ্রুপে ভাগ করে এক একটা গ্রুপ অনুশীলন করবে।

157180470f88271669c23100ca344904fac41191021c99aabcb634e1254b94b6039539259

এই জন্য সিএবির তরফে একটি মেডিকেল টিম এবং ট্রান্সপোর্ট টিম গঠন করা হয়েছে। এই টিম অনুশীলন শুরু করার আগে বাংলার প্রত্যেকটি ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্লাস করাবে। সেই ক্লাসে ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া হবে করোনা পরিস্থিতির মধ্যে কি কি নিয়ম মেনে অনুশীলন করা সম্ভব এবং কোন কোন নিয়ম গুলি মেনে চললে করোনাকে এড়িয়ে চলা সম্ভব হবে।

এই অনুশীলনটি পুরোপুরি ভাবেই হতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে। আর সেই কারণেই 3 জন বিশিষ্ট ডাক্তারের পরামর্শে কল্যাণী স্টেডিয়ামে তৈরি করা হবে বায়োসিকিউরিটি পরিবেশ এবং স্টেডিয়ামের মধ্যেই থাকবে আইসোলেশন রুম। ক্রিকেটারদের রাখা হবে কঠোর নিয়মের মধ্যে। উল্লেখ্য, বাংলা দলের এই অনুশীলনে কোন ভাবেই থাকতে পারবেন না কোচ অরুণ লাল। কারণ বিসিসিআই এর নির্দেশ অনুযায়ী ষাটোর্ধ্ব কোন কোচ কিংবা সাপোর্ট স্টাফ এই করোনা কালে দলের সঙ্গে যোগদান করতে পারবেন না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর