নামিবিয়া আয়োজিত চারদলের T-20 প্রতিযোগিতায় পাকিস্তানি প্রতিপক্ষের মুখোমুখি হবে বাংলা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা নামিবিয়া জানিয়ে দিয়েছে যে আসন্ন সেপ্টেম্বরে চারদলের গ্লোবাল টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করছে তারা। নামিবিয়া ছাড়া বাকি চারটি দলের একটি থাকছে ভারত থেকে। বাংলার ক্রিকেটপ্রেমীরা শুনলে খুশি হবেন যে বাংলার টি-টোয়েন্টি দল এই টুর্ণামেন্টে খেলবার জন্য সম্মতি প্রকাশ করেছে।

ভারত থেকে বাংলা ছাড়াও পাকিস্তানের লাহোর কালান্দর্স দল এই টুর্নামেন্ট খেলার জন্য সম্মতি প্রদান করেছে। তা বাদে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের একটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। সব মিলিয়ে চার দেশের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে তারা। অভিমুন্য ঈশ্বরণের নেতৃত্বে বাংলা ১৬ দলের স্কোয়াড ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে।

   

রঞ্জি ট্রফির মতোই এই সফরে বাংলা দলকে নেতৃত্ব দেবেন অভিমুন্য ইশ্বরন। তার নেতৃত্বে আকাশদীপ, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল, ঋত্বিক চ্যাটার্জির মতো তারকা টি-টোয়েন্টি ক্রিকেটারর এই সফরে অংশ নিচ্ছেন। এছাড়া বাংলা থেকে কিছু নতুন ক্রিকেটার কেউ এই সফরের অংশ হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্বকাপে অংশ নিতে চলা একটি দলের বিরুদ্ধে বাংলায় ক্রিকেটারদের সরাসরি টুর্নামেন্ট খেলার সুযোগ করে দিতে পেরে খুশি সিএসবি সভাপতি অভিষেক ডালমিয়া।

প্রায় আট বছর পরে ভারত এবং পাকিস্তানের কোন ঘরোয়া দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় একে অপরের মুখোমুখি হবে। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় লাহোর লায়ন্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হয়েছিল যা ছিল শেষবারের মতো কোন ভারতীয় এবং পাকিস্তানের ঘরোয়া দলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় একে অপরের মুখোমুখি হওয়া। এর আগে ২০০৬ থেকে ২০০৮ সাল অবধি রঞ্জি ট্রফি এবং পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের ট্রফি কায়েদ-ই-আজম ট্রফির বিজয়ীদের মধ্যে নিশার ট্রফি নামে একটি চার দিনের প্রথম শ্রেণীর প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া শুরু হয়েছিল। কিন্তু তিনটি সংস্করণ এরপর সেই প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যায়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর