ব্যবসার জন্য আদর্শ পরিবেশ বাংলা, প্লাটিনাম সহ চারটি স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ টাটা (Tata) চলে যাওয়ার পর থেকে বারবার উদ্যোগ গ্রহণ করলেও সেভাবে বড় শিল্প আসেনি রাজ্যে। যদিও একাধিক ‘গ্লোবাল বিজনেস সামিট’ করেছেন মমতা (Mamata Banerjee)। এই পরিস্থিতির জন্য একান্তভাবেই পশ্চিমবঙ্গের শিল্প পরিবেশকে আক্রমণ করেছে বিরোধীরা। তাদের মতে, বর্তমানে পশ্চিমবঙ্গের শিল্প তৈরীর মত পরিস্থিতি নেই। কিন্তু এবার কার্যত যে চারটি বড় পুরস্কার জিতে নিল রাজ্য, তা সমালোচকদের বেশ কিছুটা চুপ করিয়ে দেবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

   

এর আগেও কেন্দ্রের দ্বারা পুরস্কৃত হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একাধিক প্রকল্প। এবার ফের দেশজুড়ে সম্মানিত হলো বাংলা। বাংলার মুকুটে যুক্ত হল চার চারটি নতুন রত্ন। মঙ্গলবার টুইট করে নিজেই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোন কোন ক্ষেত্রে পুরস্কৃত হলো বাংলা? জানা গিয়েছে পুরস্কার তালিকায় রয়েছে দুটি সিলভার একটি গোল্ড এবং একটি প্লাটিনাম স্কচ অ্যাওয়ার্ড (SKOCH AWARD)। উল্লেখযোগ্যভাবে, ‘ইজ অফ ডুইং বিজনেস’ অর্থাৎ ব্যবসার জন্য সহজ পরিবেশের ক্ষেত্রে প্লাটিনাম স্কচ আওয়ার্ড জিতে নিয়েছে বাংলার ‘শিল্প সাথী’ প্রকল্প। ব্যবসা শুরুর সময় বিভিন্ন জট কাটাতে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের ব্যবস্থা করেছিলেন মমতা। সেই প্রকল্পকেই সাধুবাদ জানালো গোটা দেশ।

‘গোল্ড স্কচ অ্যাওয়ার্ড’ এসেছে অনলাইনে সার্টিফিকেট নবীকরণ পরিষেবার জন্য। জানা গিয়েছে, এই পরিষেবার মাধ্যমে উপকার পেয়েছেন শহরের অনেকেই। গ্রামাঞ্চলের ‘ট্রেড লাইসেন্স’ এবার প্রক্রিয়াকেও অনেকটা সরলীকরণ করেছিলেন মমতা। তার এই উদ্যোগকে ‘সিলভার স্কচ অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করেছে কেন্দ্র। সাথে সাথেই ই-নথিকরনের উপর জোর দেওয়ার জন্য আরেকটি ‘সিলভার স্কচ অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলা।

আজ রাজ্যের এই প্রাপ্তির কথা জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, “ইজ অফ ডুয়িং বিজনেস বা ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরও সরলীকরণ করার কাজ চালিয়ে যাবে বাংলা। গোটা দেশের মধ্যে এ রাজ্যেই সবচেয়ে সহজে ব্যবসা করা যায়। যাঁদের অক্লান্ত প্রচেষ্টায় এই সম্মান এল, তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।”

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর