ফের বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হল বাংলায়, বন্ধ থাকবে লোকাল ট্রেন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে করোনার জন্য লাগু করা বিধিনিষেধের সময়সীমা বাড়াল নবান্ন। ১৫ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর এই বিধিনিষেধ জারি থাকবে বলে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। এছাড়াও রাত্রিকালীন কারফিউ আগের মতোই বহাল থাকবে।

রাজ্যের তরফ থেকে বাড়ানো এই বিধিনিষেধে রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। এছাড়াও লোকাল ট্রেন এবং স্কুল কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হবে না।

করোনা কিছুটা কমলেও একেবারে যে চলে গিয়েছে, সেটা বলা যাবে না। গোটা দেশে করোনার সংক্রমণ এখন নিম্নমুখী। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তৃতীয় ঢেউ ঠেকাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। আর এই কারণেই রাজ্য জুড়ে বিধিনিষেধ এখনই তুলে দেওয়ার পক্ষে নেই নবান্ন।

মঙ্গলবারের নতুন বিজ্ঞপ্তিতে লোকাল ট্রেন চালানোর বিষয়ে কিছুই জানানো হয়নি নবান্নের পক্ষ থেকে। এরফলে এটা ধরে নেওয়া যেতেই পারে নে, আগামী বিধিনিষেধ লাগু না হওয়া পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন চলছে না। তবে স্টাফ স্পেশ্যাল ট্রেন আগের মতোই চলছে। কবে রাজ্যে সম্পূর্ণ ভাবে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে, সেটা জানার জন্য নবান্নের আগামী নির্দেশিকা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর