দেশের বড় বড় শহরকে টেক্কা দিয়ে প্রো-কবাডি জিতল বাংলার দল বেঙ্গল ওয়ারিয়র্স।

ফের কলকাতা শহরের মুকুটে যুক্ত হল নয়া পালক। এতদিন পর্যন্ত ফুটবল, ক্রিকেটে অনেক ট্রফি এসেছে কলকাতায় এবার ট্রফি এল কাবাডিতে। আইএসএল এবং অইপিএলে একাধিক বার কাপ জিতেছে কলকাতা শহরে এবার প্ৰো কাবাডিটিতেও ট্রফি জিতল কলকাতা।

শনিবার আমেদাবাদে দাবাং দিল্লি কে হারিয়ে প্রথমবারের জন্য প্ৰো কাবাডি লীগ জিতে নিল মনিন্দর সিংয়ের ব্যাঙ্গাল ওয়ারিয়ার। এইদিনের ম্যাচের ফলাফল কলকাতার পক্ষে 39 – 34 । এই জয়ের মধ্যে দিয়ে ভারতের একমাত্র শহর হিসাবে ফুটবল, ক্রিকেট এবং প্ৰো কাবাডি তিনটি ফ্র্যাঞ্চাইজি লীগ জেতার রেকর্ড গড়ল কলকাতা।

গত কয়েক বছর ধরে শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা এবং চোট আঘাতের জন্য শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপ অধরাই থেকে যায় বঙ্গযোদ্ধাদের। কিন্তু এবার প্রথম থেকেই দারুন ভাবে লীগ শুরু করে বেঙ্গল ওয়ারিয়ার। এবং শেষটাও ভালো করে চ্যাম্পিয়ন হয় কলকাতা। এইদিন ফাইনাল ম্যাচ দেখতে হাজির ছিলেন কলকাতা দলের অন্যতম কর্ণধার অক্ষয় কুমার এবং কেন্দ্রীয় ক্রিড়া মন্ত্রী কিরণ রিজিজুও।

বিভিন্ন খেলোয়াড়দের পাশাপাশি এবার কলকাতা তাদের কোচ পরিবর্তন করেছিল। গতবার ব্যাঙ্গালুরু বুলসের কোচ বি সি রমেশ কে এবার কলকাতা তাদের দলে নিয়ে আসে। আর তার প্রশিক্ষনেই এবং খেলোয়াড়দের তীব্র পরিশ্রমের ফলেই এবার কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর