ইংল্যান্ড মাতোয়ারা ‘ভাষা’য়! বাঙালি কন্যা হলেন ইংল্যান্ডসুন্দরী

বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার ইংল্যান্ডের নসেরার শিরোপা পেয়েছেন বাঙালি কন্যা ভাষা,এই বাঙালি তনয়া মডেলিং এর পাশাপাশি পেশায় চিকিৎসক।ইংল্যান্ডের নামজাদা উঠতি মডেলদের বুদ্ধি ও সৌন্দর্যের নিরিখে পিছনে ফেলে ‘মিস ইংল্যান্ড’ হলেন ভাষা মুখোপাধ্যায়।


 

ভাষার ভাষাজ্ঞানে মাতোয়ারা হল ইংল্যান্ড। জানা যায় সুন্দরী ভাষার রয়েছে দু’দুটি ডাক্তারির ডিগ্রি। চিকিৎবিজ্ঞান নিয়ে পড়া শেষ করার পর নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন ও শল্যচিকিৎসা নিয়ে পড়াশোনা করেন তিনি।এই বাঙালি মেয়ে পাঁচটি ভাষায় সাবলীল ভাবে কথা বলতে পারেন বাংলা, হিন্দি, ইংরাজীর পাশাপাশি জার্মান ও ফ্রেঞ্চ।

জানা যায় তার আইকিউ বা বুদ্ধিমত্তার পরিমাপক মান ১৪৬। সাধারণত কোনও ব্যক্তির ১৪০-এর উপরে আইকিউ থাকলে তাঁকে জিনিয়াস বা অতি বুদ্ধিমান মনে করা হয়।ছোট থেকেই মেধাবী ছাত্রী ভাষা মেডিক্যাল কলেজে পড়াশোনার সময়েই নাম দিতেন সুন্দরী প্রতিযোগিতায়। ভাষা বলেন, “প্রথমে সময় বার করতে পারব কিনা সে বিষয়ে চিন্তিত ছিলাম। তবে, পড়াশোনার থেকে একটু বিরতির জন্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।”

পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বলেন মিস ইংল্যান্ডের শিরোপার পর এবার মিস ওয়ার্ল্ডের মঞ্চেও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন তিনি। সুন্দরী প্রতিযোগিতা যে কেবলই সৌন্দর্যের মঞ্চ নয়, সে কথাও মনে করিয়ে দিলেন ভাষা।”সৌন্দর্যের পাশাপাশি থাকতে হবে সৌহার্দ্যপূর্ণতা ও বুদ্ধিমত্তা,তারই যেন প্রমাণ করে বুঝিয়ে দিলেন ভাষা।

সম্পর্কিত খবর