“সস্তায় পেলাম, তাই নিয়ে নিলাম”, মঙ্গলে জমি কিনে ফেললেন শ্রীরামপুরের বাঙালি, এমনটাই দাবী

বাংলাহান্ট ডেস্কঃ বাঙালির নাকি ভয়ংকর হোম সিকনেস, বাস্তুভিটে আঁকড়ে পড়ে থাকতে তার নাকি জুড়ি নেই। শত কষ্ট করেও পিতৃপুরুষের জমিটুকু ধরে রেখেছেন এমন বাঙালি খুঁজে পেতে সমস্যা হবে না। কিন্তু সস্তায় পেলে তা কি সহজে ছাড়া যায়? তাই সস্তা দরে জমি পেয়েই কিনে ফেললেন শ্রীরামপুরের (srirampur) এক বাঙালি৷  তবে তা কোনো পান্ডব বর্জিত পাড়াগাঁয়ে নয়। একে বারে খোদ মঙ্গলের মাটিতে এমনটাই দাবী করছেন তিনি।

IMG 20200825 135050

শ্রীরামপুরের বাসিন্দা শৌনক সম্ভবত প্রথম বাঙালি যিনি মঙ্গলের মাটিতে জমি কিনেছেন। মাত্র ৩ হাজার টাকায় লাল গ্রহের বুকে এক একর জমি কিনেছেন তিনি। অক্ষাংশ, দ্রাঘিমাংশ সহ সেই জমির দলিল ও অন্যান্য নথিও ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে তার হাতে। শৌনিক এর কথায়, বিজ্ঞানের যে ভাবে উন্নতি হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে মানুষ মঙ্গলে গিয়ে থাকতেই পারে।

নাসা একটি সংস্থাকে দিয়ে চাঁদে এই জমি পাওয়ার ব্যাবস্থা করেছিল। সেই সংস্থার থেকেই জমি কিনেছে শৌনিক। পাশাপাশি, শৌণিক জানিয়েছেন, তিনি নাসার ২০২৪ এর চন্দ্রযানের নক্সা নিয়েও কাজ করছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে আরেকটি চন্দ্রযান চাঁদের বুকে পাঠাতে চায় নাসা। সেই মহাকাশ যানে থাকবে মহিলা মহাকাশচারীও। কিন্তু এতদিন ধরে মহাকাশ যানে যে সকল টয়লেট ছিল তাতে বিশেষ সুবিধা ছিল না। এবার সেই অসুবিধা দূর করে আধুনিক টয়লেটের নক্সার জন্য সকলের কাছে আবেদন করার ডাক দিয়েছে নাসা। পছন্দ মতো নকশাটির জন্য মিলবে পুরস্কারও। সেই টয়লেটের নকসা করার প্রতিযোগিতায় নাম লিখিয়েছে শৌণিকও।

 

সম্পর্কিত খবর