আর ভয় নেই! করোনা ভাইরাসের চরিত্র আবিষ্কার করতে গিয়ে সফল হলেন এই বাঙালি বিজ্ঞানী

বাংলা হান্ট ডেস্ক: চীন থেকে আগত এই করোনাভাইরাস এর ফলে কার্যত থমকে গিয়েছে গোটা বিশ্ব। করোনা ভাইরাসের সংক্রমনের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাকে “মহামারীর চেয়েও ভয়ঙ্কর ” বলে ব্যাখ্যা করেছে। প্রতিদিন ধরে এই রোগে আক্রান্তের সংখ্যা দেশজুড়ে বেড়েই চলেছে।

সারাবিশ্বের প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে।অবশেষে ভারতেও ঢুকে পড়েছে করোনাভাইরাস। এবং কলকাতাতেই চারজনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে।

কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই নানান রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাল প্রধানমন্ত্রী সারাদেশ জুড়ে পাবলিক কারফিউ পালন করার নির্দেশ দিয়েছেন। করোনাভাইরাস নিয়ে যখন সারাদেশ আতংকের মধ্যে সেই মুহূর্তে দাঁড়িয়ে খুশির খবর শোনালো বিজ্ঞানীমহল।covid 19 অর্থাৎ করোনাভাইরাসের চরিত্র তা যদি সঠিকভাবে বুঝে ফেলা যায় তাহলে কি কি উপায়ে এই ভাইরাসকে নিষ্ক্রিয় করা যাবে তা সহজেই আবিষ্কার করা যাবে, তাহলে খুব শীঘ্রই করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা আবিষ্কার করা সম্ভব হবে। এবং পরবর্তীতেও এই ভাইরাসের সাথে লড়াই করা যাবে।

IMG 20200322 WA0097

সে কারণেই বাঙালি বিজ্ঞানী ডঃ অরিঞ্জয় বন্দোপাধ্যায় কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণা করছিলেন করোনার চরিত্র নিয়ে। সানি ব্রুক রিসার্চ ইনস্টিটিউট, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের, ও ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলিতভাবে এই নিয়ে গবেষণা চালান। ইতিমধ্যেই তারা মিলিতভাবে এই ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য আবিষ্কার করে ফেলেছেন। বাঙালি বিজ্ঞানীর এই সফলতায় খুশি সকলেই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর