মিঠাই ভক্তদের জন‍্য খারাপ খবর, পুজোর আগে শেষ টিআরপি তালিকায় ভরাডুবি মোদক পরিবারের

বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগে শেষ টিআরপি (TRP list) তালিকা প্রকাশ‍্যে এল। আপাতত পুজোর ছুটির জন‍্য এপিসোড ব‍্যাঙ্কিং করে রাখছেন বিভিন্ন সিরিয়ালের কলাকুশলীরা, পুজোর কদিন যাতে বিনোদনের ঘাটতি না হয়। পুজোর উপহার হিসাবে কেমন টিআরপি পেল বাংলার সেরা সিরিয়ালগুলি? চট করে একবার চোখ বুলিয়ে নিন-

   

গত সপ্তাহে প্রথম স্থানে ছিল স্টার জলসার ‘ধুলোকণা’। যে লালন ফুলঝুরির সম্পর্কের টানাপোড়েন সিরিয়ালটিকে সেরার জায়গায় বসিয়েছিল সেই একই গল্প আবারো ‘লালঝুরি’কে সিংহাসনচ‍্যুত করল। একটুর জন‍্য ফসকে গেল সেরার শিরোপা। ৮.০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা পেল ধুলোকণা।


প্রথম স্থানে আবারো স্বমহিমায় ‘গাঁটছড়া’। খড়ি, ঋদ্ধি, রাহুল, দ‍্যুতিরা সিরিয়ালকে ফের তিন নম্বর থেকে এক এ টেনে তুলতে সক্ষম হয়েছে। ধুলোকণার থেকে মাত্র এক পয়েন্ট বেশি পেয়ে সেরার সেরা হয়েছে গাঁটছড়া। ঝুলিতে ভরেছে ৮.১ নম্বর।

তৃতীয় স্থানে বেশ ভাল ফল করে জায়গা পেয়েছে জি এর ‘গৌরী এলো’। গৌরীর আসল রূপ বুঝতে পারছে শৈল মায়ের বাবা। এবার কী কী হয় ঘোষাল বাড়িতে সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আলতা ফড়িং এবং জগদ্ধাত্রী। নতুন শুরু হওয়া জগদ্ধাত্রী প্রত‍্যেক সপ্তাহেই দুরন্ত ফল করছে।


অবস্থা আরো করুণ হয়েছে মিঠাইয়ের। মাত্র ৬.৭ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে সিড মিঠাই। দর্শকদের পুজোর উপহার মোটেই ভাল হয়নি। তুলনায় স্টারের নতুন সিরিয়াল মাধবীলতা বেশ ভাল ফল করছে প্রতিবার। এ সপ্তাহে সপ্তম স্থানে উঠে এসেছে এই সিরিয়াল।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া- ৮.১ (প্রথম)
ধুলোকণা- ৮.০ (দ্বিতীয়)
গৌরী এলো- ৭.৭ (তৃতীয়)
আলতা ফড়িং- ৭.২ (চতুর্থ)
জগদ্ধাত্রী- ৭.০ (পঞ্চম)
মিঠাই, লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৭ (ষষ্ঠ)
মাধবীলতা- ৬.৫ (সপ্তম)
খেলনা বাড়ি- ৬.২ (অষ্টম)
অনুরাগের ছোঁয়া- ৬.১ (নবম)
সাহেবের চিঠি- ৫.৯ (দশম)

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর