টাইমলাইনভারত

জাতীয় সঙ্গীত চলাকালীন সিনেমা হলে বসে থাকার জন্য চার জনের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে ব্যাঙ্গালুরুর এক থিয়েটারে জাতীয় সঙ্গীত চলার সমায় কিছু মানুষ আসনে বসে থাকার জন্য পুলিশ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিতে চলেছে। ব্যাঙ্গালুরু পুলিশ বৃহস্পতিবার এই মামলায় FIR দায়ের করেছে। যদিও এই FIR এ কারোর নাম নেওয়া হয়নি। এই FIR সুব্রমান্যা নগর পুলিশ দায়ের করেছে।

আপনাদের জানিয়ে রাখি, এর আগে সুপ্রিম কোর্ট নিজের সিদ্ধান্তে স্পষ্ট করে দিয়েছিল যে, সিনেমা হলে জাতীয় সঙ্গীত চলার সময় কোন ব্যাক্তিকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা যাবেনা। জাতীয় সঙ্গীত চলাকালীন দাঁড়িয়ে না থাকার ঘটনা ২৩ অক্টোবরের। ব্যাঙ্গালুরুর পিভিআর আরিয়ান মলে তামিল ফিল্ম অসুরণ এর স্ক্রিনিং এর সময় এই ঘটনা ঘটে।

সিনেমাহলে জাতীয় সঙ্গীতের সময় কিছু মানুষ না দাঁড়ানোয় কয়েকজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আর তারপর এই ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর কন্নড় অভিনেতা অরুণ গৌরা সমেত অনেকে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা শুরু করে। তাঁরা দুইজন মহিলা আর দুজন পুরুষকে পাকিস্তানি বলে দেয়। তাঁদের কাছে দেশের জন্য ৫২ সেকেন্ড না থাকার অভিযোগও করে। ভিডিওয় এক ব্যাক্তিকে বলতে শোনা যাচ্ছে যে, ‘দেশের জন্য আপানদের কাছে ৫২ সেকেন্ডও সময় নেই। কিন্তু আপনাদের কাছে এখানে তিন ঘণ্টা বসে সিনেমা দেখার সময় আছে। আপনারা কি পাকিস্তানি জঙ্গি?”

https://twitter.com/AmitAgarwal9/status/1188747074830921728

অভিনেতা অরুণ গৌরা ওই ব্যাক্তিদের উপর আক্রমণ করেন। উনি ভিডিওতে বলেন, ‘এদের দেখুন, সিনেমায় যখন জাতীয় সঙ্গীত বাজছিল, তখন এরা দাঁড়ায় নি। এদের মুখ দেখুন, এরা আবার বলছে যে, অভিযোগ দায়ের করুন।” ভিডিওতে এক অন্য ব্যাক্তিকে এতাও বলতে শোনা যায় যে, আমাদের জওয়ান কাশ্মীরে লড়ছে আর আপনারা এখানে বসে আছেন। আপনারা জাতীয় সঙ্গীতে দাঁড়াননি। এখান থেকে বেরিয়ে যান।

 

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker