যোগী, মমতা বা কেজরিবাল নয়, দেশের সেরা মুখ্যমন্ত্রী ইনি, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪-র নির্বাচনের আগে গোটা দেশ এবং বিভিন্ন রাজ্য নিয়ে নানান সমীক্ষা চালাচ্ছে বিভিন্ন সংস্থা। কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা জানার জন্য চালানো হচ্ছে সমীক্ষা, আবার কখনও বিরোধীদের জনপ্রিয়তা জানার চলছে প্রচেষ্টা। এছাড়াও আগামী বছর পাঁচ রাজ্যে হতে চলা নির্বাচন নিয়েও চলছে নানান সমীক্ষা। আর এরই মধ্যে দেশের সেরা মুখ্যমন্ত্রী কে? সেই নিয়ে সমীক্ষা চালিয়েছিল সি-ভোটার। আর সেখানেই উঠে এল চমকপ্রদ তথ্য।

C-VOTER এর সমীক্ষায় দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের পিছিয়ে ফেলে সবার শীর্ষে উঠে এসেছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাজ্যের মাত্র ৬ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী পদে বদল চান, আর বাকিদের ইচ্ছাতেই দেশের সেরা মুখ্যমন্ত্রীর তালিকার শ্রেষ্ঠ আসন দখল করে নিলেন ছত্তিশগড়ের (Chhattisgarh) ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। যৌথভাবে এই সমীক্ষা চালিয়েছিল IANS এবং C-VOTER এই দুই সংস্থা। আর তার ফলেই দেশের সেরা হলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

কিছুটা চমকপ্রদ ভাবে নবীন পট্টনায়েক এবং অরবিন্দ কেজরিওয়ালদের পেছনে ফেলে এগিয়ে গেলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। আর এই তালিকায় সকলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছেন উত্তরাখণ্ডের সদ্য নিযুক্ত মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)।

তবে এই তালিকায় বাংলা বেশ খানিকটা পিছিয়ে থাকলেও, তৃতীয় স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এই তালিকায় বেশ ধাক্কা খেয়েছে বিজেপি শিবিরও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adithyanath) সরকারের উপর অসন্তুষ্ট রাজ্যের প্রায় ২৮.১ শতাংশ মানুষ।

bhupesh baghel 2a79a234 9ae0 11ea bab9 2a7e8acfdee5

সমীক্ষা বলছে, ছত্তিশগড়ের মাত্র ৬ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী পদে বদল চাইলেও, বাকিরা ভূপেশ বাঘেলকেই রাজ্যের মসনদে দেখতে চাইছেন। রাজ্যের ৩৬.৬ শতাংশ মানুষ সরকারের কাজে অসন্তুষ্ট হলেও, তাঁরা মুখ্যমন্ত্রীর পদে বদল দেখতে চান না। সম্প্রতি সময়ে ছত্তিশগড়ে ভূপেশ বাঘেলের গদি নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা এই সমীক্ষা দেখার পর বেশকিছু কমে গিয়েছে।

অন্যদিকে, এই তালিকায় বেশ সাফল্য দেখা গিয়েছে উত্তরাখণ্ডের নবনিযুক্ত বিজেপির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। মুখ্যমন্ত্রী পদে সদ্য নিযুক্ত হলেও, মাত্র ১০.১ শতাংশ মানুষ সরকারের বদল চাইছেন। বাকিরা সকলেই মুখ্যমন্ত্রীর আসনে পুষ্কর সিং ধামিকেই বহাল রাখতে চাইছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর