বনধের সমর্থন করতে যাওয়া কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালাকে খেদিয়ে দিল কৃষকরা

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরোধিতায় কৃষকরা মঙ্গলবার ‘ভারত বন্ধ” (Bharat Bandh) ডেকেছিল। সেই সময় কৃষকরা হরিয়ানার (Haryana) কৈথল জেলার তিতরম মোড় জ্যাম করে রেখেছিল। তখন কংগ্রেসের রাষ্ট্রীয় মহাসচিব রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) সেখানে পৌঁছে সমর্থনের ঘোষণা করে কৃষকদের সাথে ধরনায় বসে পড়েন। অনেক কৃষকেরই রণদীপ সুরজেওয়ালার সেখানে যাওয়া পছন্দ হয়নি আর তাঁরা রণদীপ সুরজেওয়ালার বিরুদ্ধে স্লোগান শুরু করে দেয়। এরপর সেখান থেকে রণদীপ সুরজেওয়ালা চলে যেতে বাধ্য হন।

Bharat Bandh,Haryana,Randeep Surjewala,Bengali News,Bangla News,Bangla Khobor,বাংলা খবর

   

কৃষি আইনকে রদ করার দাবি নিয়ে কৃষক সংগঠনের ডাকা বনধের সময় মঙ্গলবার কৃষকরা পাঞ্জাব আর হরিয়ানার অনেক জায়গায় হাইওয়ে জ্যাম করে দেয় আর প্রধান রাস্তা গুলোকে বন্ধ করে দেয়। হরিয়ানার বিরোধী দল কংগ্রেস আর ইন্ডিয়ান ন্যাশানাল লক দল ভারতের বনধের সমর্থন করে।

কৃষকরা হরিয়ানার কৈথাল জেলার তিতরম মোড় জ্যাম করে দেয় এবং সেখানকার রাস্তা বন্ধ করে দেয়। তখনই কংগ্রেসের রাষ্ট্রীয় মহাসচিব রণদীপ সুরজেওয়ালা সেখানে পৌঁছে সমর্থনের ঘোষণা করে কৃষকদের সাথে ধরনায় বসে পড়েন। অনেক কৃষকেরই রণদীপ সুরজেওয়ালার সেখানে যাওয়া পছন্দ হয়নি আর তাঁরা রণদীপ সুরজেওয়ালার বিরুদ্ধে স্লোগান শুরু করে দেয়। 

কৃষকরা আন্দোলনে বিরোধিতার মুখে পড়ে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা সেখান থেকে চলে যেতে বাধ্য হন। সেই সময় সেখানে উপস্থিত পুলিশ রণদীপ সুরজেওয়ালাকে কড়া সুরক্ষার সাথে নিজের গাড়িতে নিয়ে যায়। এরপর তিনি সেখানে থেকে চলে যান।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর