দুর্দান্ত খবরঃ করোনার ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা করল ভারত বায়োটেক

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ লাগাতার বেড়েই চলেছে। আর এরমধ্যে দেশে তৈরি হওয়া ভ্যাকসিন নির্মাতা কোম্পানি ভারত বায়োটেক (Bharat Biotech) করোনা ভ্যাকসিন (Covaxin) নিয়ে এক দুর্দান্ত খবর সামনে আনল। ভারত বায়োটেক ঘোষণা করেছে যে, কোভাক্সিনের পশুদের উপর ট্রায়াল সফল হয়েছে।

হায়দ্রাবাদের ফার্ম ট্যুইট করে জানিয়েছে যে, ‘ভারত বায়োটেক গর্বের সাথে কোভ্যাক্সিন পশুদের উপর গবেষণার পরিণাম ঘোষণা করছে। এই ফলাফলগুলি একটি লাইভ ভাইরাল চ্যালেঞ্জ মডেলটিতে প্রতিরক্ষামূলক কার্যকারিতা প্রদর্শন করে।” বলা হয়েছে যে, কোভ্যাকসিন অ-মানব স্তন্যপায়ী প্রাণীদের (বাঁদর, বাদুড়) মধ্যে গবেষণার ফলাফল ভ্যাকসিনের প্রতিরক্ষা ক্ষমতা বোঝা গিয়েছে। কোম্পানি জানিয়েছে যে, কোভ্যাকসিন বাঁদরের শরীরে অ্যান্টি বডি বিকশিত করেছে।

জানিয়ে দিই ভারত বায়োটেক ICMR এর সাথে মিলে করোনার ভ্যাকসিন তৈরি করছে। স্বদেশী কোভ্যাকসিনকে দ্বিতীয় পরীক্ষণের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। সাত সেপ্টেম্বর থেকে কোভ্যাকসিনের দ্বিতীয় দফার ট্রায়াল শুরু হয়েছে। ভারত বায়োটেক এই ভ্যাকসিনকে প্রথম দফায় দেশের আলাদা আলাদা অংশে ট্রায়াল করেছে। দ্বিতীয় দফায় ৩৮০ জন ভলেন্টিয়ারদের উপর এই ভ্যাকসিনের ট্রায়াল হবে।

ভারত বায়োটেক বর্তমানে দেশের অনেক হাসপাতালে করোনা রোগীদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় দফার পরীক্ষণের জন্য প্ল্যান নিয়েছে। ওই হাসপাতাল গুলোর মধ্যে দিল্লীর এইমস, পাটনার এইমস, বিশাখাপত্তনামের কিং জর্জ হাসপাতাল, হায়দ্রাবাদের নিজাম আয়ুর্বিজ্ঞান সংস্থা আছে। এর সাথে সাথে রোহতকে পিজিআইতেও এই পরীক্ষণ চলছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর