ঋদ্ধিমান নন, রিশভ পন্থের অনুপস্থিতিতে এই উইকেটরক্ষক সুযোগ পেতে পারেন ভারতীয় দলে

বাংলা হান্ট ডেস্কঃ

   

গতকাল অর্থাৎ ২৫ শে নভেম্বর ফের মাঠে ফিরতে চলেছে ভারতীয় টেস্ট ক্রিকেট দল। কানপুরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি খেলবে ভারতীয় দল। আর সেই ম্যাচে নামার আগে উইকেটকিপিংয়ের বিষয়টি বার বার আলোচনায় উঠে আসছে। টানা সব ফরম্যাটে ক্রিকেট খেলে যাওয়ার কারণে ভারতীয় দলের মূল কিপার রিশভ পন্থ-কে এই সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। তার বদলে প্রথম একাদশে কিপার হিসাবে কে জায়গা পাবেন সেই নিয়ে চলছে জোর জল্পনা।

বেশিরভাগ ক্রিকেট প্রেমীরাই মনে করছেন পন্থের না থাকাটা উইকেটকিপিংয়ে কোনও সমস্যা সৃষ্টি করবে না। কারণ ভারতীয় স্কোয়াডে রয়েছেন এই প্রজন্মের অন্যতম সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। উইকেটের পিছনে যার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। কিন্তু তিনি কি সত্যি সত্যিই সুযোগ পাবেন কালকে ভারতের প্রথম একাদশে?

Srikar Bharat,শ্রীকর ভরত,Wriddhiman Saha,ঋদ্ধিমান সাহা,Rishav Pant,রিশভ পন্থ,India vs New Zealand,ভারত বনাম নিউজিল্যান্ড,Kanpur,কানপুর

কিপিং দুর্দান্ত হলেও ঋদ্ধিমান সাহার ব্যাটিং নিয়ে শেষ দুই তিন বছরে বড় প্রশ্নচিহ্ন থেকে। ব্যাট হাতে শেষ কিছু বছরে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি ঋদ্ধিমান। গত আইপিএল হোক বা সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি ট্রফি, ব্যাট হাতে দুর্দান্ত কিছু করতে পারেননি বঙ্গ উইকেটরক্ষক। অনেক ক্রিকেটপ্রেমীদের মতে ভারতীয় দলে এখন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ট্রেন্ড চলছে। তাই কেরিয়ারের সায়াহ্নে পৌঁছনো ঋদ্ধি-কে সুযোগ দেওয়ার বদলে শ্রীকর ভরত-কে সুযোগ দেওয়া হলে আখেরে লাভ হবে ভারতীয় দলের।

ঘরোয়া ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ভরত। ঘরোয়া ক্রিকেটে চার দিনের ফরম্যাটে ৭৮ টি ম্যাচ খেলে ৩৭ এর গড়ে ৪২৮৩ রান করেছেন ভরত। গত আইপিএলেও তিনি ব্যাট হাতে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। যদিও আইপিএল-কে কখনোই টেস্ট ক্রিকেট দল সুযোগ করে নেওয়ার মঞ্চ হিসাবে গণ্য করা উচিত নয়, তবু বলা যায় ছন্দে থাকা কিপার-ব্যাটার ভরত যদি এখনই জাতীয় দলে সুযোগ পান, তাহলে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর