ঐন্দ্রিলার মৃত‍্যু শুধু বাংলার নয়, গোটা দেশের ক্ষতি, আক্ষেপ ভরত কলের

বাংলাহান্ট ডেস্ক: একটা গোটা দিন কেটে গেল, ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) নেই। অনেকে নিজের নিজের কাজে মন দিয়েছেন। অনেকে এখনো শোক সামলে ওঠার চেষ্টা করছেন। রবিবার অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে যে অভিনেতারা এসেছিলেন তাঁদের মধ‍্যে ভরত কল (Bharat Kaul) একজন। ঐন্দ্রিলার সহ অভিনেতা হওয়ার পাশাপাশি আরো একটি সংযোগ সূত্র ছিল তাঁদের মধ‍্যে।

ঐন্দ্রিলার মতো ভরতও ক‍্যানসার আক্রান্ত। অভিনেত্রীর মৃত‍্যুর পর একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ভারাক্রান্ত মনে তাঁকে বলতে শোনা যায়, ঐন্দ্রিলার সঙ্গে তাঁর প্রথম আলাপ হয় ‘জিয়ন কাঠি’ সিরিয়ালে অভিনয় করার সময়ে। শান্তশিষ্ট মেয়েটা ক‍্যানসার সারভাইভার শুনে চমকে গিয়েছিলেন ভরত। মনে হয়েছিল একটা যোগসূত্র রয়েছে।

Bharat kaul 1
কিন্তু ভরত জানান, এখন তাঁর মনে হয় যে একটা রক্তের সম্পর্ক আছে। দিল্লিতে দ্বিতীয় বার কেমোথেরাপি নেওয়ার সময়েও ঐন্দ্রিলা নাকি মেসেজ পাঠিয়েছিলেন ভরতকে। তিনি আশ্বাস দিয়েছিলেন, ঐন্দ্রিলা ঠিক সুস্থ হয়ে যাবেন। কিন্তু সবকিছু ওলটপালট হয়ে গেল।

ভরত বলেন, ঐন্দ্রিলা চলে গেলেও অনেককিছু শিখিয়ে দিয়ে গেলেন। তাঁর ইচ্ছাশক্তি এবং অদম‍্য জেদ অনেককে অনুপ্রেরণা দেবে। ভরতের কথায়, ঐন্দ্রিলার চলে যাওয়াটা শুধু বাংলার নয়, গোটা দেশের ক্ষতি। কারণ তাঁকে দেখেই মানুষ আশায় বুক বাঁধত। তিনি ছিলেন আশার আলো। সেটাই হারিয়ে গেল।

রবিবার দুপুরে দুঃসংবাদটা আসা মাত্র  যেন থমকে যায় টলিপাড়া। ঐন্দ্রিলার অসুস্থতা গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একত্র করেছিল। প্রসেনজিৎ ঋতুপর্ণা থেকে টেলিপাড়ার তারকারা, পরিচিতির গণ্ডি ছাড়িয়ে প্রার্থনা করেছিলেন তাঁর জন‍্য। কিন্তু সবার সব প্রার্থনা বিফলে যায়। ২০ নভেম্বর শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ঐন্দ্রিলা।

বছর ২৪ এর মেয়েটার অকালমৃত‍্যুতে চোখে জল সবার। কেউ ভিড় জমিয়েছিলেন হাসপাতালের বাইরে, কেউ কেউ পৌঁছেছিলেন ঐন্দ্রিলার কুদঘাটের আবাসনে বা টেকনিশিয়ান স্টুডিওতে। চোখের জলে বিদায় জানিয়েছেন অভিনেত্রীকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর