এক সেকেন্ডে রাজীব কুমারের খোঁজ পাওয়ার উপায় বললেন ভারতী ঘোষ

বাংলা হান্ট ডেস্ক : গত সপ্তাহের শুক্রবার থেকে এখনও অবধি কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল তথা আইপিএস অফিসার রাজীব কুমারের খোঁজ মেলেনি৷ এই নিয়েই এখন তোলপাড় গোটা বঙ্গে৷ রাজীব কুমারকে খোঁজ পেতে ইতিমধ্যেই রবিবার চারটি চিঠি নিয়ে সিবিআইয়ের প্রতিনিধিরা নবান্নে পৌঁছেছিলেন৷ নবান্নের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে রাজীব কুমারের খোঁজ কেউই জানেন না অথচ একজন আইপিএস ছুটিতে থাকলে তা জানার কথা ডিজি, এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল৷ তাহলে তিনি কোথায় গেল? এই প্রশ্ন যেমন ঘুরছে তেমনি কী ভাবে খোঁজ পাওয়া যাবে তা নিয়েও চিন্তিত সিবিআইয়ের দুঁদে অফিসাররা৷QT mamata

তবে কী ভাবে কোথায় রাজীব কুমারের খোঁজ পাওয়া যাবে? এই উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আখ্যা দেওয়া জঙ্গলমহলের মা তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ৷ মাত্র এক সেকেন্ডেই রাজীব কুমারের খোঁজ মেলার উপায় বাতলে দিলেন তিনি৷ আর সেই উপায় হলেও তিনি বলেছেন দিদি কে বলতে ফোন করলেই রাজীব কুমারের খোঁজ পাওয়া যাবে৷ একই সঙ্গে সিবিআই কর্তাদের কাছে এই প্রস্তাব যেমন দিয়েছেন তেমনই রাজীব কুমার কোথায় আছেন? সেই বিষয়ে প্রশ্ন করতে বলেছেন৷ তা হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে৷

উল্লেখ্য শুক্রবার কলকাতা উচ্চ আদালতের তরফ থেকেই সারদা মামলায় রাজীব কুমারের উপর থেকে সমস্ত রক্ষা কবজ তুলে নেওয়া হয় এবং তার পর থেকেই খোঁজ মেলেনি রাজীব কুমারের৷ তিনি ছুটিতে রয়েছেন বলে দায় সেরেছেন যদিও সে দিন বিকেলে রাজীব কুমারের পার্ক স্ট্রিটের সরকারি বাস ভবনে গেলেই তাঁর স্ত্রীর হাতে নোটিস দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা৷ এমনকি শনিবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশ এড়িয়েছেন৷ সোমবার দুপুরের মধ্যেও তিনি সিবিআই দফতরে উপস্থিত হননি৷

সম্পর্কিত খবর