শক্তিগড়ে শুটআউট, বিজেপি নেতা তথা ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করে খুন! পলাতক দুষ্কৃতীরা

বাংলা হান্ট ডেস্ক : কলকাতায় যাওয়ার সময় হঠাৎই হল আক্রমণ। শরীর ঝাঁঝরা করে দিল বুলেট। গুরুতর আহত অবৈধভাবে কয়লা ব্যবসায় অভিযুক্ত রাজু ঝাঁ (Raju Jha)। জানা যাচ্ছে, কলকাতার দিকে যাচ্ছিল তাঁর ফরচুনা গাড়ি। শক্তিগড়ে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। একাধিক গুলি ঢুকে যায় রাজুর শরীর। তাঁর এক সঙ্গীও গুরুতর আহত।

দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। যদিও এই বিষয়টি হাসপাতাল বা পুলিসের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। গত ২০২০ সালে ডিসেম্বর মাসে তিনি যোগদান করেছিলেন বিজেপি-তে। হোটেল ব্যবসায়ী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন রাজু। তবে বেআইনিভাবে কয়লা কারবারে নাম জড়িয়েছিল তাঁর। তাঁর বিজেপি-তে যোগদান নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। বিজেপি নেতা দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে।

   

রাজনীতিতে যোগদান করলেও কোনও পদ সেভাবে পাননি তিনি। বিজেপি-তে যোগাদানের সময় তাঁকে মঞ্চে আহ্বান করা হয় ‘সমাজসেবী’ হিসেবে। আর এই নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। একাধিক কটাক্ষ ধেয়ে গিয়েছিল গেরুয়া শিবিরের দিকে। যদিও সেই সময় এই অভিযোগগুলি নিয়ে বিশেষ মাথা ঘামাতে দেখা যায়নি রাজুকে।

জানা গিয়েছে, কয়লার ট্রাকের খালাসি হিসেবে তিনি তাঁর জীবন শুরু করেন। এরপর বাম জামানা থেকে অবৈধ কয়লা কারবারের সঙ্গে তাঁর নাম জুড়তে থাকে। ২০১১ সালে ৩ জুলাই কয়লা সংক্রান্ত নানান অভিযোগে তিনি রানিগঞ্জ পুলিসের হাতে গ্রেফতার হন।

এদিকে ধীরে ধীরে ব্যবসার সংখ্যা বাড়াতে থাকেন রাজু। রেস্তোরাঁ, হোটেল, শাড়ির দোকানের মালিক ছিলেন তিনি, সূত্রের খবর এমনটাই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর