বড়সড় চাপে পড়তে চলেছে Airtel গ্রাহকরা, এক ধাক্কায় অনেকটায় বেড়ে যাবে রিচার্জের দাম

বাংলা হান্ট ডেস্ক: ভারতী এয়ারটেল ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার (Bharti Airtel India and South Asia MD and CEO) এমডি তথা সিইও গোপাল ভিট্টল গত বুধবার জানিয়েছেন যে, 5G স্পেকট্রামের রিজার্ভ মূল্য ৩৫ শতাংশ কমানো যথেষ্ট নয় এবং তা “বেশ হতাশাজনক”-ও বটে। যদিও, তিনি আসন্ন নিলামের জন্য কোম্পানির কৌশলগত দিক সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

মূলত, গত মঙ্গলবার সংস্থার গত জানুয়ারি-মার্চের উপার্জনের ঘোষণার প্রসঙ্গে ভিট্টল জানান যে, “যদিও ইতিমধ্যেই একটি হ্রাস সম্পন্ন করা হয়েছে, তবে এটি পর্যাপ্ত নয় এবং সেই অর্থে বেশ হতাশাজনক। আমরা আমাদের কৌশল এবং পদ্ধতির বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটি সরকার কর্তৃক নির্ধারিত করা চূড়ান্ত রিজার্ভ মূল্যের উপর নির্ভরশীল।”

এদিকে, শুল্ক বৃদ্ধির বিষয়ে, ভিট্টল বলেছেন যে, এই বছর ব্যবহারকারী প্রতি( Average revenue per user, Arpu) ২০০ টাকা গড় আয়ের নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কোম্পানির আরও একটি বৃদ্ধি প্রয়োজন। পাশাপাশি, ভিট্টল মনে করেন যে, বর্তমান সময়ে শুল্কের পরিমান অত্যন্ত কম।

এই প্রসঙ্গে তিনি জানান যে, “আমি মনে করি আমাদের ২০০ টাকায় পৌঁছনোর ভাবনা একদম ঠিক আছে। এর জন্য কমপক্ষে আরও এক রাউন্ড শুল্ক বৃদ্ধির প্রয়োজন হবে। কারণ আমরা এখন যেখানে আছি সেখান থেকে ২০০ টাকায় পৌঁছতে হলে এখনও ব্যবধান রয়েছে ২২ টাকা। যদিও আপনারা দেখতে পাবেন কিছু Arpu-র স্বাভাবিক আপগ্রেড পোস্টপেইডের বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় যা আমরা আমাদের ব্যবসায় দেখতে পাই। কিন্তু, সেটি স্বল্প মেয়াদে সেই এই লক্ষ্য পূরণের জন্য পর্যাপ্ত হবে না। তাই, আমি মনে করি শুল্ক বৃদ্ধির এই রাউন্ড আমাদের ২০০ টাকার মধ্যে নিয়ে যাবে, এবং তারপর ৩০০ টাকায় পৌঁছনো সময়ের সাথে সাথে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কোম্পানির Arpu আগের ত্রৈমাসিকে ১৬৩ টাকার তুলনায় ১৭৮ টাকায় পৌঁছেছে। অর্থাৎ যা বৃদ্ধি পেয়েছে ৯.২ শতাংশ। পাশাপাশি, কোম্পানিটি ত্রৈমাসিকের হিসেবে ডিসেম্বরের শুল্ক বৃদ্ধির সম্পূর্ণ প্রভাব দেখেছে। এছাড়াও, Airtel Arpu-র বিচারে Jio-র থেকেও এগিয়ে রয়েছে। মূলত, বর্তমানে Jio-র Arpu-এর পরিমান ১৬৭.৬ টাকা। পাশাপাশি, বিগত বেশ কয়েকটি ত্রৈমাসিকে, Airtel তার Arpu-কে উন্নত করতে বেশ কয়েকটি শুল্ক বৃদ্ধি করেছে।

Airtel 1

যদিও, বর্তমান সময়ে সেমিকন্ডাক্টর ঘাটতির প্রভাবে স্মার্টফোনের দাম বৃদ্ধির কারণে 4G আপগ্রেডে কিছুটা শিথিলতা দেখা গিয়েছে। এই প্রসঙ্গে ভিট্টল বলেন, চিপের ঘাটতির কারণে কিছু ডিভাইস নির্মাতারা বেশি দামের স্মার্টফোনের ওপর বেশি মনোযোগ দিয়েছে। “সুতরাং, এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলি, যেগুলি প্রায় ৬,০০০ কিংবা ৭,০০০ টাকা থেকে শুরু হত সেগুলি এখন প্রায় ১০,০০০ টাকা হয়েছে। এটি ইন্ডাস্ট্রি জুড়ে 2G থেকে 4G পর্যন্ত আপগ্রেডে কিছুটা শিথিলতা এনেছে। আমি বিশ্বাস করি এটি একটি অস্থায়ী ঘটনা। পাশাপাশি, আমি মনে করি প্রাথমিক ধাক্কা আগামী কয়েক মাসের মধ্যেই কেটে যাবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর