ভাগ্য কাকে বলে, অট্টালিকা-চারচাকার পর এবার বহুমূল্য আইফোন ১৩ ও পেয়ে গেলেন ভুবন বাদ্যকর! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: একটি মাত্র গান, একটি ভাইরাল ভিডিও (Viral Video)। আর চিরতরে ভাগ্য বদলে গেল ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar)। বীরভূমের এক অখ্যাত গ্রামের বাদাম বিক্রেতা ভুবনের আজ ভুবনজোড়া খ্যাতি। বাংলায় তিনি পরিচিত ‘বাদামকাকু’ নামে। ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানটি একবারের জন্যও শোনেননি এমন মানুষের সংখ্যা হাতে গোনা।

একটি পুরনো মোটর বাইকে চেপে গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করে বেড়াতেন ভুবন বাদ্যকর। বিক্রিবাটা ভাল হওয়ার জন্য বেঁধেছিলেন গান, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’। সেই গান যে কবে আর কী করে নেটপাড়ায় ছড়িয়ে পড়ল তার খোঁজ রাখে কে?

bhuban badam
ওই একটি গানের জোরে আজ বাড়ি, গাড়ি সব হয়েছে ভুবনের। নিজের পুরনো কাঁচা বাড়ির পাশেই ঝাঁ চকচকে রাজমহল বানিয়েছেন তিনি। কিনেছেন চারচাকা। এবার বহুমূল্য আইফোন ১৩ (iPhone 13) ও চলে এল ভুবনের হাতে। ভাগ্য বদলালে কী না হয়!

আইফোন ১৩ এর গল্পটা খোলসা করেই বলা যাক। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে বহুমূল্য ফোন পাওয়ার কথা জানিয়েছেন ভুবন। হ্যাঁ, আইফোন নিজে কেনেননি তিনি, পেয়েছেন উপহারে। ভুবন জানান, সম্প্রতি তিনি দিল্লি গিয়েছিলেন একটি গানের অনুষ্ঠান করতে। সেই অনুষ্ঠানেই আইফোন ১৩ উপহার হিসাবে দেওয়া হয়েছে তাঁকে বলে জানান ভুবন।

উল্লেখ্য, আইফোন ১৩ এর বাজারদর কলকাতায় এখন শুরু হচ্ছে নূন্যতম ৭০ হাজার থেকে। মধ্যবিত্তের কাছে এই ফোন কেনা বিলাসিতার সমান। সেখানে গান গেয়েই আইফোন ১৩ হাতে পেয়ে গিয়েছেন ভুবন। বাস্তবিকই ভাগ্য সহায় রয়েছে তাঁর। ভিডিওতে আইফোন ১৩ দেখিয়ে শো অফ করেছেন ভুবন।

কিছুদিন আগেই নিজের ইউটিউব চ‍্যানেলের একটি ভিডিওতে দিল্লি যাওয়ার খবর জানিয়েছিলেন ভুবন। সেখানে একটি স্টেজ শো হতে চলেছে তাঁর। ভাঙা ভাঙা হিন্দিতেই কথা বলতে শোনা গিয়েছিল ভুবনকে। দাদাগিরি থেকে আনা ট্রোফি দেখিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর হাতে একদম সময় নেই এখন কারোর সঙ্গে কথা বলার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর