গোপনাঙ্গে জড়িয়ে ফণাতলা সাপ! ‘ছোঁবল খাবেন তো’, ভূমিকে নিয়ে চটুল ট্রোল নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রীই বলা যায় ভূমি পেডনেকরকে (Bhumi Pednekar)। শুরুটা অবশ্য দারুণ ভাবে করলেও ইদানিং বক্স অফিসে একটু পিছিয়েই পড়েছেন তিনি। সিনেমা নয়, বরং ভূমি (Bhumi Pednekar) এখন লাইমলাইটে উঠে আসছেন তাঁর পোশাকের দৌলতে। পোশাকের বৈচিত্রে এখন উরফি জাভেদকেও টেক্কা দিচ্ছেন ভূমি (Bhumi Pednekar)। এবার তাঁর সাম্প্রতিক একটি ভিডিও নিয়ে শুরু হল ট্রোলিং।

এ কী পোশাক পরলেন ভূমি (Bhumi Pednekar)

পেশার কারণে ফ্যাশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেই থাকেন অভিনেত্রীরা। তাঁদের প্রায় প্রত্যেকেরই রয়েছে ব্যক্তিগত ফ্যাশন ডিজাইনার। কে কত চোখ ধাঁধানো পোশাক পরে নজর কাড়তে পারেন তা নিয়ে টক্করও চলে তাঁদের মধ্যে। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হয় এমন সব পোশাক যা দেখে প্রশংসার থেকে বেশি ট্রোল জোটে তারকাদের। এবার সেই তালিকায় নাম লেখালেন ভূমি (Bhumi Pednekar)।

আরো পড়ুন : সতীন কাঁটা নিয়ে সংসার, ফের মা হচ্ছেন আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা, কী বললেন ‘দুয়োরানি’ পায়েল?

ভাইরাল হল ভিডিও

সাম্প্রতিক ভিডিওতে ভূমিকে (Bhumi Pednekar) দেখা গিয়েছে এক আজব পোশাকে। নিম্নাঙ্গে সাদা শাড়ির উপরে সাদা অফ শোল্ডার ব্লাউজ পরেছেন ভূমি (Bhumi Pednekar)। কিন্তু তার উপরে স্বচ্ছ কাঁচের মতো আস্তরণ। শুধু তাই নয়, ঊর্দ্ধাঙ্গে দুই বক্ষযুগল জড়িয়ে উঠেছে দুই সোনালি সাপ। এমন অদ্ভূত পোশাক পরেই দিব্যি ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় ভূমিকে (Bhumi Pednekar)। কিন্তু তাঁর এই ভিডিও ভাইরাল হতেই ট্রোলের বন্যা বয়ে গিয়েছে নেট পাড়ায়।

আরো পড়ুন : ‘ধুম ৪’ এর ট্রাম্প কার্ড, হ্যান্ডসাম ভিলেন হয়ে পর্দা কাঁপাবেন রণবীর, জন্মদিনে বড় ধামাকা

তুমুল ট্রোলড ভূমি

একজন লিখেছেন, ‘এবার সব অভিনেত্রীই উরফিকে নকল করতে শুরু করেছেন’। আরেকজন লিখেছেন, ‘এটা দেখার পর উরফির প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল’। আরেকজন পরামর্শ দিয়েছেন, ‘ঝটপট নিজের ডিজাইনার বদলান। নয়তো সিনেমায় আর দেখা যাবে না আপনাকে’।

BhumI Pednekar

প্রসঙ্গত, আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দম লাগাকে হাইশা’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন ভূমি। প্রথম ছবির জন্য ৩০ কেজি বাড়িয়ে ৯০ কেজি ওজন করেন তিনি। তবে তারপর থেকে কড়া ডায়েট মেনে ওজন ঝরিয়ে ফেলেছেন ভূমি। বর্তমানে প্রায়ই বোল্ড লুকে ধরা দেন তিনি।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর